• লা লিগা
  • " />

     

    'গার্ড অব অনার না দেওয়ার মানে অসম্মান নয়'

    'গার্ড অব অনার না দেওয়ার মানে অসম্মান নয়'    

    এক গার্ড অব অনার নিয়ে কত জলঘোলা! লা লিগা চ্যাম্পিয়নকে গার্ড অব অনার দেওয়ার অলিখিত একটা রীতি আছে। গত সপ্তাহে দেপোর্তিভোকে হারিয়ে লা লিগা নিশ্চিত করেছে বার্সেলোনা। সেই হিসেবে আজ এল ক্লাসিকোতে ন্যু ক্যাম্পে তাদের সেই সম্মান জানানর কথা রিয়াল মাদ্রিদের। কিন্তু জিনেদিন জিদান নিজেই কাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, রিয়াল তা করছে না। আর বার্সেলোনা কোচ আরনেস্তো ভালভের্দেও মনে করছেন, গার্ড অব অনার না দিলে এমন কিছু যায় আসবে না। এর মানে ক্লাবকে অসম্মান করাও নয়।

    জিদানকে এ নিয়ে প্রশ্ন করা হলে কাল বলেছেন, ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপের পর বার্সেলোনা তাদের গার্ড অব অনার না দিয়ে ধারায় ছেদ ঘটিয়েছে। রিয়াল তাই ন্যু ক্যাম্পে সেটা করছে না। বার্সা তখন যুক্তি দিয়েছিল, ক্লাব বিশ্বকাপে তারা অংশ নেয়নি বলে তারা তা করেনি। তবে জিদান বলছেন, চ্যাম্পিয়নস লিগ খেলেই ক্লাব বিশ্বকাপে যেতে হয়। আর চ্যাম্পিয়নস লিগে তো সবাই খেলেছে।

    তবে বার্সা কোচ ভালভের্দে এসব নিয়ে একটা মাথা ঘামাচ্ছেন না, ‘আমরা এটা নিয়ে এর মধ্যেই কথা বলেছি, এই ব্যাপারটা আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না।’

    ‘আমি মনে করি না, এতে কাউকে অসম্মান করা হয়। এ নিয়ে অনেক বেশি কথা হয়ে যাচ্ছে। দিন শেষে যে ইস্যুটা বড় কিছু নয়, সেটা নিয়ে এত কথা বলার তেমন কোনো মানে নেই।’

    বরং ভালভের্দে বার্সার অপরাজিত রেকর্ড নিয়েই কথা বলতে বেশি উৎসাহী। লা লিগায় এই মৌসুমে এখনও অপরাজিত বার্সেলোনা। হারের কালিমা না মেখে লিগ শেষ করার সর্বশেষ বড় চ্যালেঞ্জটা আজ সামনে। ১৯৩২ সালের পর লা লিগায় কোনো ম্যাচ না হেরে কেউ লিগ শেষ করতে পারেনি, আধুনিক ফুটবলেই এটা বিরাট একটা কীর্তি। ভালভের্দে মানছেন, কাজটা কঠিন হবে। তবে বার্সা এক চুল ছাড় না দিয়ে চ্যাম্পিয়নের মতো খেলবে তাও নিশ্চিত করলেন।

    কথা উঠল চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা নিয়েও। ভালভের্দে পরিষ্কার করেই বললেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে একটা দিন খারাপ গেলে আপনি বাদ পড়ে যেতে পারেন। কিন্তু লিগে তা নয়। অনেক দল চ্যাম্পিয়নস লিগ জিততে পারে, কিন্তু লিগ জেতার মতো দল বেশি থাকে না।’