• লা লিগা
  • " />

     

    কে হবেন জিদানের উত্তরসূরি?

    কে হবেন জিদানের উত্তরসূরি?    

    জিনেদিন জিদানের হুট করে পদত্যাগের পর এখন কোটি টাকার প্রশ্ন, রিয়াল মাদ্রিদের পরের কোচ কে হচ্ছেন ? বাতাসে ভাসছে বেশ কিছু নাম, তাঁর মধ্যে এগিয়ে আছেন কারা?

    আন্তোনিও কন্তে

    চেলসিতে দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুমেই জিতেছিলেন প্রিমিয়ার লিগ। তবে এ বছর মালিকপক্ষের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে অনেক, নিজেও আভাস দিয়েছেন চেলসি ছাড়ার। কার্লো আনচেলত্তির পর রিয়াল কি আরেকজন ইতালিয়ান কোচ পেতে যাচ্ছে?

     

    মরিসিও পচেত্তিনো

    বেশ কয়েক বছর ধরেই টটেনহামের দায়িত্বে আছেন। কোনো বড় শিরোপা জিততে পারলেও তাঁকে এই প্রজন্মের সবচেয়ে ট্যাকটিক্যালি নিখুঁত কোচদের একজন মনে করা হয়। সমস্যা হচ্ছে, মাত্র কয়েক দিন আগেই টটেনহামের সঙ্গে পাঁচ বছরের জন্য নতুন চুক্তি করেছেন। তবে সেটারও রিলিজ ক্লজ আছে, আর পেরেজ চাইলে এসব বড় বাধা নাও হতে পারে।

     

    গুতি

    ২০১২ সাল থেকে আছেন রিয়াল মাদ্রিদ যুব দলের দায়িত্বে। গত মোউসুমে যুব দলের হয়ে চ্যাম্পিয়নস কাপ, লিগ ও কোপা দেল রে জিতেছেন। এই দলের সবাইকে চেনেন খুব ভালোভাবেই। পেরেজের চাওয়া অনুযায়ী হাই প্রোফাইল কোচ হয়তো নন, তবে তাঁর নাম শোনা যাচ্ছে ভালোমতোই।

     

    আর্সেন ওয়েঙ্গার

    মাত্রই ২২ বছর দায়িত্বে থাকার পর আর্সেনালের দায়িত্ব ছেড়েছেন। এখনো কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করেননি। আর্সেনালের হয়ে বিস্তর অভিজ্ঞতা তা৬কে অন্য অনেকের চাইতেই এগিয়ে রাখবে। লে প্রফেসরকে মাদ্রিদের ডাগআউটে দেখতে পেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

     

    মাউসিরিও সারি

    নাপোলির হয়ে গত কয়েক মৌসুম ধরেই নজর কাড়ার মতো ফুটবল খেলেছেন, এই মৌসুমে শিরোপার কাছাকাছিও চলে গিয়েছিলেন। তবে নাপোলি ছাড়ার পর চেলসিতে যাওয়ার গুঞ্জনটাই শোনা যাচ্ছে, তবে এখন মাদ্রিদের জন্য তাঁর কথা পেরেজ ভাবতেই পারেন।

     

    জোয়াকিম লো

    জার্মানির হয়ে এক দশক হয়ে গেছে দায়িত্বে, এর মধ্যে জিতেছেন বিশ্বকাপ । এবারও জার্মানির কোচ আছেন, তবে বিশ্বকাপের পর রিয়ালের দায়িত্ব নিতেই পারেন। পেরেজও অনেক দিন থেকে তাঁকে চাইছেন, এমনও শোনা যাচ্ছে।