কোস্টারিকার বিপক্ষে শুরু থেকেই থাকবেন নেইমার
কোস্টারিকার বিপক্ষে শুক্রবারের ম্যাচে শুরু থেকেই দলে থাকবেন নেইমার। গত পরশু নেইমার অনুশীলন ছেড়েছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। পরদিনই অবশ্য দলের সঙ্গে আবারও পুরোপুরি অনুশীলনে অংশ নিয়েছিলেন। বিশ্বকাপের আগে ফেব্রুয়ারিতে ইনজুরিতে পড়েছিলেন নেইমার। এরপর আর ক্লাবের হয়ে মাঠে নামা হয়নি। ব্রাজিলের জার্সিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু করেছিলেন খেলা। এরপর অবশ্য বিশ্বকাপের প্রথম ম্যাচে পুরো ৯০ মিনিটই খেলেছেন নেইমার। কোস্টারিকার বিপক্ষে তার ফিটনেস নিয়ে সংশয় থাকলেও কোচ তিতে আজ নিশ্চিত করেছেন, নেইমার খেলছেন শুরু থেকেই।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিলের একাদশেও কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন তিতে। প্রতি ম্যাচে অধিনায়ক বদলের রীতি অনুসরণ করবেন বিশ্বকাপেও। প্রথম ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরেছিলেন মার্সেলো। কোস্টারিকার বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন থিয়াগো সিলভা।