• সিরি আ
  • " />

     

    ছুটি কাটাতে ইতালিতে আসেননি রোনালদো

    ছুটি কাটাতে ইতালিতে আসেননি রোনালদো    

    রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন সবকিছুই, ক্লাব ক্যারিয়ারে পাওয়ার হয়ত আর কিছুই নেই। এরকম অবস্থায় যেসব ফুটবলার ইউরোপের বড় ক্লাব ছাড়েন, তাদের বেশিরভাগেরই গন্তব্য হয় চীন, কাতার কিংবা যুক্তরাষ্ট্রের ক্লাব। তবে ১১৭ মিলিয়ন পাউন্ডে রিয়াল ছেড়ে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসেই গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্টাসে শারীরিক পরীক্ষা শেষে রোনালদো বলেছেন, ছুটি কাটাতে নয়, সিরি আতেও সেরা হতেই এসেছেন।

    লা লিগা থেকে সিরি আকে কোনোভাবেই খাটো করে দেখছেন না রোনালদো, ‘সবার প্রতি সম্মান রেখেই বলছি, সাধারণত আমার বয়সী ফুটবলাররা কাতার কিংবা চীনে যাচ্ছে। তবে ক্যারিয়ারের এই মুহূর্তে জুভেন্টাসের মতো দারুণ এক ঐতিহ্যবাহী ক্লাবে আসতে পেরে খুব খুশি। জুভেন্টাসে আমি ইতিহাস গড়তে চাই, এখানে ছুটি কাটাতে আসিনি!’  

     

     

    রোনালদোর বয়স এখন ৩৩। তবে বয়সটা শুধুই সংখ্যা, আবারও মনে করিয়ে দিলেন সিআর সেভেন, ‘আমি শারীরিক, মানসিক দিকে দিয়ে এখনো আগের মতোই আছি। ভবিষ্যতের কথা ভাবছি এখন থেকেই। আমি আমার বয়সী অন্য সব ফুটবলারদের চেয়ে আলাদা। বয়সটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি এখনো সবাইকে এটা দেখাতে চাই যে আমি আলাদা। নিজের ও ক্লাবের জন্য এই দলবদলটা একটু বিশেষ কিছু, কারণ আমার বয়স ৩৩, ২৩ না।’

    জুভেন্টাসের হয়ে দলীয় শিরোপার পাশাপাশি ষষ্ঠ ব্যলন ডি অরও জিততে চান রোনালদো, ‘আমি সবসময় জিততে চাই, সেরা হতে চাই। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আরেকটা ব্যলন আসতেই পারে! কিন্তু এটা নিয়ে দিনরাত ভাবার কিছু নেই।’

    ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের পর জুভেন্টাসের হয়ে কী জিততে পারেন রোনালদো, সেটা সময়ই বলে দেবে।