ওয়ানডে থেকেও অবসরে যাচ্ছেন ধোনি?
হয়ত ঘটনাটি সেই সময় কারো খুব একটা চোখেই পড়েনি। ইংল্যান্ড-ভারত তৃতীয় ওয়ানডের পর দুই দলের ক্রিকেটাররা ফিরছেন ড্রেসিংরুমে। ফেরার পথে হুট করেই আম্পায়ারের হাতে থাকা বলটি চেয়ে নিলেন মহেন্দ্র সিং ধোনি। এই ভিডিও ফুটেজটি পরবর্তী ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতেই গুঞ্জন উঠেছে, ধোনি কি তাহলে নিজের শেষ ওয়ানডে খেলে ফেলেছেন? শেষ ম্যাচের স্মৃতি হিসাবেই কি বলটি নিজের সংগ্রহে রাখলেন?
২০১৪ সালে টেস্টকে বিদায় বলেছিলেন ধোনি। গত ৪ বছর ধরে শুধু সীমিত ওভারের ক্রিকেটই খেলছেন। আগামী বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে খেলা চালিয়ে যাবেন কিনা, সে নিয়েও আছে নানা প্রশ্ন।
ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ভারত। ম্যাচ শেষে ড্রেসিংরুমে যাওয়ার পথে আম্পায়ারের কাছ থেকে ম্যাচে ব্যবহৃত বলটি চেয়ে নেন ধোনি। আম্পায়ারের হাত থেকে বল নেওয়ায় অনেকেই মনে করছেন, ভারতের জার্সি গায়ে দেখা যাবে না ধোনিকে। শেষ ম্যাচ খেলেছেন বলেই বলটি নিজের কাছে রাখতে চাইছেন।
নানা গুঞ্জন উঠলেও ধোনি অবশ্য এখনো কিছুই বলেননি এই ব্যাপারে। ভারতীয় ক্রিকেটার কিংবা বোর্ডের পক্ষ থেকেও পাওয়া যায়নি কোনো আভাস।