খেলার মাঠে আইপিএলের 'বন্ধুত্ব' ভুলে যাবোঃ বাটলার
আইপিএলে খেলার সুবাদে ভারতীয় ক্রিকেটারদের সাথে বন্ধুত্বটা জমেছে বেশ। সেই ‘বন্ধুদের’ বিপক্ষে এবার টেস্টে মুখোমুখি হবেন ইংলিশ ক্রিকেটাররা। ইংল্যান্ড উইকেটকিপার জস বাটলার বলছেন, খেলার মাঠে বন্ধুত্ব ভুলে যাবেন সবাই।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির অধীনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছেন মঈন আলী ও ক্রিস ওকস। বাটলার নিজেও খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে, সেখানে সতীর্থ ছিলেন অনেক ভারতীয়। বেশ কয়েক বছর ধরে টানা আইপিএলে খেলে অন্য ভারতীয়দের সাথেও ভালো সম্পর্ক গড়ে উঠেছে সবারই।
ইংল্যান্ডের মাটিতে সিরিজ খেলতে গেছে কোহলির ভারত। সামনেই টেস্ট সিরিজ। সেখানে আইপিএলের বন্ধুত্বটা দূরে সরিয়ে রেখেই মাঠে নামবেন সবাই, জানালেন বাটলার, ‘এই ভারতীয় দলের অনেকের সাথেই আমি আইপিএলে খেলেছি। অনেকের সাথে খুব ভালো বন্ধুত্বও হয়েছে। দুই দলের অনেকেই একে অন্যের ভালো বন্ধু। কিন্তু যখন আপনি একে অন্যের প্রতিপক্ষ, তখন আসলে এরকম বন্ধুত্বটা দূরে রাখতে হবে, কারণ সবাই যার যার জায়গায় জয়ী হতে চাইবে। আইপিএলে আমরা বন্ধু হলেও জাতীয় দলের খেলায় সেটাকে মাথায় আনবে না কেউই।’
আইপিএলে একসাথে খেলার সুবাদে প্রতিপক্ষের খেলার ধরন অনেকটাই চেনা দুই দলের, মানছেন বাটলার, ‘এই যুগে ফ্র্যাঞ্চাইজি লিগের সুবাদে অনেকেই একসাথে খেলেছে। অন্যদের শক্তি, দুর্বলতার জায়গাগুলোও সবার কমবেশি জানা। সবাই এটাকে কাজে লাগাবে। তবে দিনশেষে মাঠের পারফরম্যান্সটাই পার্থক্য গড়ে দেবে।’
১ আগস্ট বারমিংহামে শুরু হবে সিরিজে প্রথম টেস্ট।