ইংল্যান্ড একাদশে রশিদ, নেই মইন
এজবাস্টনে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন লেগস্পিনার আদিল রশিদ। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার তিনিই। স্কোয়াডে থাকলেও সুযোগ হয়নি আরেক স্পিনার মইন আলির, তৃতীয় পেসার হিসেবে দলে আছেন পাকিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া সারে পেসার স্যাম কারান। অভিষেকের অপেক্ষা তাই বেড়েছে জেইমি পোর্টারের।
২০১৬ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে চেন্নাইয়ে শেষ টেস্ট খেলেছিলেন রশিদ। সীমিত ওভারের ফর্ম তাকে জায়গা করে দিয়েছে টেস্ট স্কোয়াডে, বেশ বিতর্কও হয়ে গেছে তার দলে অন্তর্ভুক্তি নিয়ে। বছরের শুরুতে ইয়র্কশায়ারের দীর্ঘ সংস্করণের ক্রিকেটের চুক্তি ফিরিয়ে দিয়েছিলেন রশিদ।
রশিদকে দলে নেওয়ার কারণে ইংল্যান্ড বাদ দিয়েছে সমারসেটের দুই স্পিনার জ্যাক লিচ ও ডম বেসকেও। কাউন্টি ক্রিকেটের কাঠামোর ওপর ইংল্যান্ড নির্বাচকরা আস্থা রাখছেন না, কথা উঠেছে এমনও।
ইংল্যান্ড দলে আছেন রশিদের মতো আরেকজন, সীমিত ওভারের দুর্দান্ত ফর্ম যাকে জায়গা করে দিয়েছে টেস্ট দলেও- জস বাটলার। পাকিস্তান সিরিজে সাত নম্বরে ব্যাটিং করতে ডেকে পাঠানো হয়েছিল তাকে, ভারতের বিপক্ষে প্রথম টেস্টেও সেখানেই খেলবেন তিনি।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টটি ইংল্যান্ডের ইতিহাসের ১০০০তম।
এজবাস্টন টেস্টে ইংল্যান্ড একাদশ
অ্যালেস্টার কুক, কিটন জেনিংস, জো রুট (অধিনায়ক), ডেভিন মালান, জনি বেইরস্টো, বেন স্টোকস, জস বাটলার, আদিল রশিদ, স্যাম কারান, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।