ইংল্যান্ডে নিজেকে প্রমাণ করার কিছু নেই: কোহলি
বিশ্বের যেকোনো প্রান্তেই তার ব্যাটে রানের ফুলঝুরি ফুটেছে। শুধু ইংল্যান্ডেই ম্লান বিরাট কোহলির ব্যাট। এবারের ইংল্যান্ড সফরটা তাই কোহলির নিজেকে প্রমাণ করার সিরিজ, মানছেন অনেকেই।সিরিজের প্রথম টেস্টের আগে অবশ্য কোহলি বলছেন, ইংল্যান্ড সফরে নিজেকে প্রমাণ করার কিছুই নেই তার।
১০ ইনিংসে ১৩৪ রান, গড় মাত্র ১৩.৪০। ইংল্যান্ডের মাটিতে সাদা পোশাকের এই পরিসংখ্যানটা যেন কোহলির নামের সাথে কিছুতেই মানায় না। ইংল্যান্ডের মাটিতে নিজের রেকর্ডটা উজ্জ্বল করতে সিরিজ শুরুর আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন কোহলি। কাউন্টিতে খেলার কথা থাকলেও অবশ্য শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি।
ইংল্যান্ড সিরিজে কি নিজেকে প্রমাণ করতে পারবেন কোহলি, প্রশ্নটা অনেকেরই। তবে কোহলি এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না, ‘আমি নিজেকে প্রমাণের ব্যাপারটা মাথায় আনছি না। নিজেকে প্রমাণের আসলে কিছুই নেই। দেশের হয়ে মাঠে নেমে ভালো খেলতে চাই। অবশ্যই আমি রান চাই, সেটা দলের জয়ে কাজে দেবে। এটাই আমার একমাত্র লক্ষ্য।’
চার বছর আগে ইংল্যান্ডের মাটিতে ৩-১ এ সিরিজ হেরেছিল ভারত। সেবার কম সমালোচনা শুনতে হয়নি কোহলিকে। নিন্দুকের কথা কানে না নিয়ে এবার খেলার দিকেই মনোযোগ দিতে চান কোহলি, ‘তখন হয়ত এসব নিয়ে ভাবতাম, পত্রিকায় আমাকে নিয়ে লেখা খবর পড়তাম অনেকবার করে। তবে এখন আর এসব পড়ি না। এসবে সময় নষ্ট করার সময় আসলে নেই। পুরো মনোযোগটা খেলার দিকেই দেই।’
আজ এজবাস্টনে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট।