মাইক-ড্রপ উদযাপন করে কোহলির 'বদলা'
হেডিংলিতে ওয়ানডে সিরিজ জিতিয়ে জো রুট ব্যাট ফেলে করেছিলেন অভিনব এক উদযাপন। পাশে দাঁড়ানো বিরাট কোহলির যে 'মাইক-ড্রপ' উদযাপনটি ভালো লাগেনি, তা বোঝা গিয়েছিল তার মুখভঙ্গিতেই। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রুটকে রান আউট করে ‘মাইক-ড্রপ’ উদযাপনটা তাঁকেই ফিরিয়ে দিলেন কোহলি।
ওয়ানডের মতো কালকেও হয়ে যেতে পারত রুটের সেঞ্চুরি। ৮০ রানের মাথায় রান নিতে গিয়ে কোহলির দুর্দান্ত এক থ্রোতে ফিরতে হয় রুটকে। রুটের ড্রেসিংরুমে ফেরার সময় তার দিকে লক্ষ্য করে তারই করা ‘মাইক-ড্রপ’ উদযাপন করেছেন কোহলি। একই সাথে তাকে উড়ন্ত চুম্বনও দিয়েছেন!
তবে কোহলির এই উদযাপনে কোনো আপত্তি নেই ইংলিশ ওপেনার কেটন জেনিংসের, ‘সবাই নিজের মতো উদযাপন করতে পারে, সেটা সীমা না ছাড়ালেই হয়! কোহলির নিজের ইচ্ছায় ওই উদযাপন করেছে, এটাতে কারো সমস্যা থাকার কথা না।’
ধারণা করা হয়েছিল, হয়ত এমন উদযাপনের জন্য শাস্তি পেতে পারেন কোহলি। তবে তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়ার কথা শোনা যায়নি ম্যাচ রেফারির পক্ষ থেকে।