কোহলিকে ফেরালেই জিতবে ইংল্যান্ড: অ্যান্ডারসন
ইংল্যান্ডের জয়ের পথে বাধা শুধুই তিনি। বিরাট কোহলিকে আউট করলেই যে এজবাস্টন টেস্ট জিতবে ইংলিশরা, সেটা বোধহয় সবাই বুঝতে পারছেন। ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন তাই বলছেন, চতুর্থ দিনে কোহলিকে আউট করাই তাদের সবার মূল লক্ষ্য।
জয়ের জন্য আরও ৮৪ রান দরকার ভারতের, হাতে ৫ উইকেট। প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া কোহলি অপরাজিত আছেন ৪৩ রানে। প্রথম ইনিংসের মতো তাকে এবার ইংল্যান্ডের ওপর চড়াও হতে দিতে চান না অ্যান্ডারসন, ‘ক্রিকেটে কেউ ‘ইনভিন্সিবল’ নয়। আমরা তাকে আউট করতেই পারি! যদি সে প্রথম ইনিংসের মতো দলের লেজকে নিয়ে লড়াই করতে থাকে, তাহলে ভারতই জিতবে। এজন্যই তাকে আগে আউট করতে হবে। সবাই এটার কথাই ভাবছে দিনশেষে।’
প্রথম ইনিংসে অ্যান্ডারসনের বলেই ২১ রানে ফিরতে পারতেন কোহলি। তবে সেবার ক্যাচ মিস হওয়ায় বেচে গিয়েছিলেন। এছাড়াও বহুবার অল্পের জন্য কোহলির ব্যাটের কানায় লাগেনি অ্যান্ডারসনের বল।
সেই হতাশা এবার ঘুচাতে চান অ্যান্ডারসন, ‘ম্যাচে তার বিপক্ষে যেভাবে বল করেছি, এটা আমি সন্তুষ্ট। আগের ইনিংসে তাকে আউট করতে পারতাম অনেক আগেই। তাহলে হয়ত ম্যাচের পরিস্থিতি অন্যরকম থাকতো। এবার তাকে আউট করেই ম্যাচ জিততে চাই।’
কোহলি কি পারবেন প্রথম ইনিংসের মতো শেষ পর্যন্ত দলের ব্যাট করে জয় ছিনিয়ে আনতে?