• ইংল্যান্ড-ভারত সিরিজ
  • " />

     

    কোহলি থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন কারান

    কোহলি থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন কারান    

     

    যখন তাকে ম্যান অফ দা ম্যাচের পুরস্কারে ভূষিত করা হলো, নিজের কানে যেন ঠিক বিশ্বাস করতে পারছিলেন না! বিরাট কোহলি, বেন স্টোকসের ছাপিয়ে এজবাস্টনে ইংল্যান্ডের জয়ের নায়ক মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা স্যাম কারান। দ্বিতীয় ইনিংসের কারানের সেই দুর্দান্ত ইনিংসেই জয়ের পুঁজি পেয়েছিল ইংলিশরা। কারান বলছেন, কোহলির ব্যাটিং থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি।

    প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরিতে ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন কোহলি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরে ইংল্যান্ড। মনে হচ্ছিল, লিড ১৫০ রানই পেরোবে না। তবে এর মাঝে বুক চিতিয়ে ব্যাট করেছেন প্রথম ইনিংসে বল হাতে ৪ উইকেট নেওয়া কারান, করেছেন ৬৩ রান। তার এই ইনিংসের সুবাদেই লড়াই করার মতো লিড পায় ইংল্যান্ড, ম্যাচটাও শেষ পর্যন্ত জিতে নেয় তারা।

    কারান কোহলির মতোই ব্যাট করতে চেয়েছিলেন পুরোটা সময়, ‘সত্যি বলতে প্রথম ইনিংসে কোহলি যেভাবে ব্যাট করেছে সেটা দেখে অনুপ্রেরণা নিয়েছিলাম। দলের লেজের সাথে ব্যাটিং করেছি আমিও। কোহলির সেই ইনিংসের পর হোটেলে ভুবনেশ্বরের সাথেও কথা বলেছিলাম, অনেক টিপসও নিয়েছি! মাঠে সেটা কাজে লাগাতে পারায় আমি খুশি। দ্রুত কিছু রান তুলেছিলাম, সেটা পরে দলের কাজে লেগেছে।’

    টেস্টে ম্যাচ সেরা হওয়াটা তার মতো তরুণের জন্য বিশেষ কিছু, মানছেন কারান, ‘এটা অবিশ্বাস্য! এখনো বিশ্বাস করতে পারছি না, আমার জন্য এটা সত্যিই বিশেষ কিছু। আগের রাতে ঘুম হয়নি, এবার ভালো একটা ঘুম দেবো!’