• ইংল্যান্ড-ভারত সিরিজ
  • " />

     

    ইংল্যান্ড স্কোয়াড থেকে বাদ পড়লেন মালান, নেই স্টোকসও

    ইংল্যান্ড স্কোয়াড থেকে বাদ পড়লেন মালান, নেই স্টোকসও    

    ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান ডেভিড মালান, তার জায়গায় দলে নেওয়া হয়েছে সারের ব্যাটসম্যান ওলি পোপকে। দলে নেই অলরাউন্ডার বেন স্টোকসও। সোমবার থেকে ব্রিস্টলের ক্রাউন কোর্টে শুনানি শুরু হবে স্টোকসের, ৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া লর্ডস টেস্টের স্কোয়াড থেকে তাকে বাদই দিয়েছে এড স্মিথের নির্বাচক কমিটি। চোট কাটিয়ে স্টোকসের জায়গায় দলে এসেছেন ক্রিস ওকস। 

    অ্যাশেজের পর থেকে নয় ইনিংসে মালানের গড় ১৬.৮৯। আর কাউন্টি চ্যাম্পিয়নশিপের এ মৌসুমে এখন পর্যন্ত ডিভিশন ওয়ানে ৮৫.৫০ গড়ে ৬৮৪ রান করেছেন পোপ, দ্বিতীয় সর্বোচ্চ রান-স্কোরার তিনি। এড স্মিথের নির্বাচক কমিটি এবার ঝুঁকলো আরেক ২০ বছর বয়সীর দিকে, এজবাস্টন টেস্টে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন স্যাম কারান। 

    “প্রথম শ্রেণির ক্যারিয়ারে অলি পোপ অসাধারণ শুরু করেছে”, বলেছেন স্মিথ। 

    “ডেভিড তার ছন্দ পায়নি এই মৌসুমে। মনে হয় তার খেলা বিদেশের মাটিতেই বেশি উপযুক্ত,” মালানকে নিয়ে মত স্মিথের। 

    এজবাস্টনের পারফরম্যান্সের পর নিশ্চিতভাবেই স্টোকসকে মিস করবে ইংল্যান্ড। তবে পানশালার বাইরে হাতাহাতিতে জড়িয়ে পড়ার ঘটনার রেশ রয়ে গেছে এখনও, স্টোকসকে যেতে হবে তাই। এর আগে শুনানি দুই-একদিনের মধ্যে মুলতবি করা হলে স্টোকসকে দলে ফেরানো হবে বলেও জানানো হয়েছিল।