দলের লেজ থেকে শিক্ষা নিতে বললেন কোহলি
দুই ইনিংসেই তিনি লড়াই চালিয়ে গেছেন দলের লেজকে নিয়ে। এজবাস্টন টেস্টে হারের জন্য টপ অর্ডারের ব্যর্থতাকেও দায়ী করতে পারেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ম্যাচে হারের পর কোহলি বলছেন, টপ অর্ডারকে লোয়ার অর্ডার থেকে শিক্ষা নিতে হবে।
টপ অর্ডারের ব্যাটিংয়ে হতাশ কোহলি, ‘দলের লেজ থেকে শেখার অনেক কিছু আছে ব্যাটসম্যানদের। ইশান্ত, উমেশরা যেভাবে ব্যাট করেছে, যেভাবে আমাকে ও পান্ডিয়ার সাথে ক্রিজে থেকে লড়াই করেছে, এটা সবার জন্যই দৃষ্টান্ত। সবাইকে আয়নার দিকে তাকাতে হবে। মাঠে নামলে লুকিয়ে থাকার সুযোগ নেই। টপ অর্ডারের সবাইকে নিজেদের কাজটা ভালমতো করতে হবে। নাহলে ম্যাচ জেতা সম্ভব হবে না সামনেও।’
ম্যাচে কয়েকবার নিয়ন্ত্রণ নিয়েছিল ভারত। তবে সেটা কাজে লাগিয়ে শেষ পর্যন্ত জয় আনতে পারেনি তারা। গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া করায় হতাশ কোহলি, ‘অনেকবার আমরা পিছিয়ে পরেও ঘুরে দাঁড়িয়েছি, নিয়ন্ত্রণ নিয়েছি, কিন্তু সেটা ধরে রাখতে পারিনি। ইংল্যান্ড আপনাকে এক চুলও ছাড় দেবে না, একটু সুযোগ পেলেই সেটা কাজে লাগাবে। শেষ দিনে এসে আমরা বুঝতে পেরেছে খুব ভালোমতোই। আশা করি সিরিজের বাকি ম্যাচে এই ভুল হবে না।’
৯ আগস্ট লন্ডনে শুরু দ্বিতীয় টেস্ট।