• প্রীতি ম্যাচ
  • " />

     

    মেসিকে প্রাপ্য সম্মানটাই দেবে আর্জেন্টিনা: স্কালোনি

    মেসিকে প্রাপ্য সম্মানটাই দেবে আর্জেন্টিনা: স্কালোনি    

     

    গত দুইবারের মতো রাশিয়া বিশ্বকাপ থেকেও একরাশ হতাশা নিয়ে দেশে ফিরতে হয়েছে তাকে। আর্জেন্টিনার হয়ে এবারো বড় কোনো শিরোপা জিততে পারেননি লিওনেল মেসি। দলের ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনি বলছেন, শিরোপা জেতাতে না পারলেও আর্জেন্টিনা দল মেসিকে সর্বোচ্চ সম্মানটাই দেওয়ার চেষ্টা করবে।

    সাম্পাওলির বিদায়ের পর পাবলো আইমারের সাথে স্কালোনিকেও দেওয়া হয়েছে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব। দলকে নতুনভাবে ঘরে তুলে আগামী কোপার জন্য প্রস্তুত করাই হবে তাদের প্রাথমিক লক্ষ্য। দল যেমনই হোক, মেসিই থাকবেন সবকিছুর কেন্দ্রবিন্দুতে, জানালেন স্কালোনি, ‘দল নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, মেসিকে নিয়েও। তবে আমার মনে হয় না তার ব্যাপারে খুব বেশি চিন্তা করতে হবে আমাদের। সে যে সম্মান পাওয়ার যোগ্য, তাকে সেভাবেই সম্মান দেওয়া হবে। এটা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।’

    আগামী মাসে গুতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর এটাই হবে তাদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। ১৯ আগস্টের মাঝেই এই দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করতে বলা হয়েছে স্কালোনিদের। এই দুই ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন মেসি, আশা স্কালোনির, ‘এখন পর্যন্ত স্কোয়াড নির্বাচনের কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি এ নিয়ে কারো সাথে আলাপও হয়নি। তাই এই মুহূর্তে মেসির সাথে কথা বলার প্রয়োজন দেখছি না। সময় হলেই তাকে ফোন দেওয়া হবে, সে দলের সাথে যোগ দেবে বলেই আমরা আশাবাদী।’

    ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গুতেমালার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। পাঁচদিন পর নিউ জার্সিতে তারা খেলবে কলম্বিয়ার বিপক্ষে।