• ইংল্যান্ড-ভারত সিরিজ
  • " />

     

    লর্ডসেই অভিষেক হচ্ছে পোপের

    লর্ডসেই অভিষেক হচ্ছে পোপের    

    লর্ডসে ইংল্যান্ডের হয়ে অভিষেক হচ্ছে সারের ২০ বছর বয়সী ব্যাটসম্যান ওলি পোপের। ইংল্যান্ড অধিনায়ক জো রুট নিশ্চিত করেছেন এটি। স্কোয়াড থেকে বাদ পড়া ডেভিড মালানের জায়গায় দলে এসেছেন পোপ। চার নম্বরে খেলবেন তিনি। 

    মালানের সঙ্গে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে নেই অলরাউন্ডার বেন স্টোকসও। ব্রিস্টলের আদালতে ‘হাঙ্গামা’র মামলায় শুনানি চলছে তার। তবে তার জায়গায় কে খেলবেন, সেটা টসের আগেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রুট। মইন আলি বা ক্রিস ওকসের যে কোনও একজনের জায়গা হবে তাই একাদশে। 

    “ওলি পোপ খেলছে, এবং চার নম্বরে ব্যাটিং করবে। আমার মনে হয়, তার খেলার ধরন এই পজিশনের সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়। তার এই ফরম্যাটের জন্য উপযুক্ত হওয়ার কথা”, জানিয়েছেন রুট। 

    “এটা তার এবং দলের জন্য বেশ রোমাঞ্চকর। আশা করি, সে মাঠে নেমে নিজেকে মেলে ধরতে পারবে, সারের হয়ে যে রকমের খেলেছে। সেই ফর্মটাও সে বয়ে আনবে।” 

    লর্ডস টেস্টে ইংল্যান্ডের ১২ সদস্যের স্কোয়াড 
    অ্যালেস্টার কুক, কিটন জেনিংস, জো রুট, ওলি পোপ, জনি বেইরস্টো, জস বাটলার, মইন আলি, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন