ইংল্যান্ডের পেসারদের সামনে কেউই দাঁড়াতে পারত না: অ্যান্ডারসন
ভারতের ইনিংসের স্থায়িত্ব ছিল মাত্র ৩৫.২ ওভার। কোহলিদের এই মহা ব্যাটিং বিপর্যয়ে মূল ভূমিকা ছিল একজনেরই। ২০ রানে ৫ উইকেট নিয়ে জিমি অ্যান্ডারসন একাই ধসিয়ে দিয়েছেন ভারতীয় ব্যাটিং লাইনআপকে। অ্যান্ডারসন বলছেন, কাল ভারত কেনো, অন্য যেকোনো দলকেই এভাবে অলআউট করতে পারত ইংল্যান্ড।
বৃষ্টিবিঘ্নিত দিনে পেসাররা সুবিধা পাবেন সেটা অনুমেয় ছিল। অ্যান্ডারসনের পাশাপাশি ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রদ, স্যাম কারান; সবাই ভুগিয়েছেন ব্যাটসম্যানকে। ৪ পেসারই নিজেদের মাঝে ভাগাভাগি করে নিয়েছেন সব উইকেট, ভারত গুটিয়ে গেছে ১০৭ রানে।
নিজেদের বোলিং নিয়ে সন্তুষ্ট অ্যান্ডারসন, ‘যদি আমরা এরকম বোলিং না করতাম, সেটাই হতো হতাশার। যেভাবে বল করেছে পেসাররা, সেটায় বিশ্বের যেকোনো দল এভাবে অলআউট হতো। শুধু তাই না, ইংলিশ ব্যাটসম্যানরাও হয়ত আমাদের সামনে দাঁড়াতে পারত না। খুব কম বাজে বল করেছে সবাই, ব্যাটসম্যানদের থিতু হওয়ার সুযোগই দেইনি। যখন এভাবে চাপ দেওয়া হয়, ব্যাটসম্যানদের কিছুই করার থাকে না।’
বয়স ৩৬ ছুঁয়েছে, পেসারদের জন্য যা ক্যারিয়ারের শেষের ডাক। অ্যান্ডারসন অবশ্য নিজেকে এখনো ‘তরুণ’ ভাবেন, ‘মনে হয় না সংখ্যাটা কোনো বিষয়। আমার নিজেকে ২৮ বছর বয়সী মনে না হলেও ৩২ বছর বয়সী তো মনেই হয়! নিজেকে বুড়ো লাগে না। আশা করি আরও অনেকদিন খেলা চাইলে যেতে পারব, এবারের মতো উইকেটও আসতে থাকবে।’