• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    অবদান রাখিনি, পদক কেন নেবো: কালিনিচ

    অবদান রাখিনি, পদক কেন নেবো: কালিনিচ    

     

    সতীর্থরা যখন বিশ্বকাপের ফাইনাল খেলছিলেন, ক্রোয়েশিয়ার নিকোলা কালিনিচ তখন শুধুই টিভির সামনে বসা দর্শক। ফাইনালের সময় দলের সাথে না থাকলেও বিশ্বকাপের ২৩ জনের স্কোয়াডে থাকায় তাঁকেও রানার্সআপ মেডেল দিতে চেয়েছিল কর্তৃপক্ষ। তবে কালিনিচ তখন সেটা নেননি, কেন নেননি সেটারও খোলাসা করেননি। এখন কালিনিচ বলছেন, যেহেতু তিনি রাশিয়াতে মাঠেই নামেননি, তাই ওই মেডেল নেওয়ার কোনো অধিকার তার নেই।

    রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন কালিনিচ। কোচ ডালিচ এই ঘটনার রেশ ধরেই তাকে দেশে ফেরত পাঠান। পরবর্তীতে ক্রোয়েশিয়া পৌঁছায় ফাইনালে, ফ্রান্সের কাছে হেরে রানার্সআপ হয় তারা।

    তখনই প্রশ্ন ওঠে, অন্যদের মতো কালিনিচও কি পদক পাচ্ছেন? দলের অন্যরা চাইলেও সেটা চাননি খোদ কালিনিচই, ‘ বিশ্বকাপে যা হয়েছে সেটা অতীত। কোচ তো আমাকে দলে রাখতেই চাননি, এটা আমি মেনেই নিয়েছি। আমি পদক চাইনা, কারণ আমি টুর্নামেন্টের কোনো সময়েই দলের হয়ে খেলিনি। আমার কোনো অবদানই নেই ক্রোয়েশিয়ার এই সাফল্যে! এসব আসলে ভুলে যেতে চাই, সামনের দিকে এগোতে চাই।’

    নতুন ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে এই মৌসুমে খেলতে দেখা যাবে কালিনিচকে।