• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    বিদায় বললেন সুবাসিচও

    বিদায় বললেন সুবাসিচও    

     

    নকআউট পর্বে পরপর দুই ম্যাচে পেনাল্টি শুটআউটের নায়ক ছিলেন তিনিই। ক্রোয়েশিয়ার বিশ্বকাপ সাফল্যে অন্যতম ভূমিকা যে গোলরক্ষক ড্যানিয়েল সুবাসিচের, তা অস্বীকার করার কোনো উপায়ই নেই। বিশ্বকাপের স্বপ্নযাত্রা শেষ হওয়ার পর জাতীয় দলের জার্সিটা তুলে রাখার ঘোষণা দিলেন সুবাসিচ। সতীর্থ মারিও মানজুকিচ ও ভেদ্রান করলুকার পর তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের পর অবসরে যাচ্ছেন সুবাসিচ।

    ৩৩ বছর বয়সী সুবাসিচ ক্রোয়েশিয়ার সমর্থকদের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে জানিয়েছেন অবসরের ব্যাপারটি, ‘দীর্ঘ ১০ বছর পর ক্রোয়েশিয়ার জার্সিকে বিদায় বলার সময় এসেছে। বিশ্বকাপের আগেই মনস্থির করেছিলাম। জাতীয় দলের হয়ে সময়টা দারুণ কেটেছে, সতীর্থ, সমর্থক সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এটা একটা স্বপ্নের মতো ছিল। সবাইকেই একদিন বিদায় বলতে হয়। হয়ত আমি আরও কিছুদিন খেলতে পারতাম, কিন্তু সেটা অতিরিক্ত হয়ে যেত। ক্রোয়েশিয়ার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, এটাই সবচেয়ে আনন্দের ব্যাপার।’

    ২০০৯ সালে অভিষেক হওয়া সুবাসিচ ক্রোয়াটদের হয়ে খেলেছেন ৪৪ ম্যাচ। এর মাঝে ক্লিন শিট রেখেছেন ১৬ ম্যাচে।