১৬তম সদস্য হিসেবে এশিয়া কাপের স্কোয়াডে মুমিনুল
১৬তম সদস্য হিসেবে বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে যুক্ত হয়েছেন মুমিনুল হক। অনুশীলনে হাতে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, তবে দলের সঙ্গে যাবেন তিনি। নাজমুলের জায়গায় সতর্কতা হিসেবেই যাচ্ছেন মুমিনুল। তার দলে যুক্ত হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান।
৫ তারিখ অনুশীলনের সময় চোট পান শান্ত। টুর্নামেন্ট শুরুর আগেই তিনি অনুশীলন শুরু করতে পারেন বলে জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, “ প্রথমত শান্ত যতটুকু আসছে যে আশা করি টুর্নামেন্টের আগে ঠিক হয়ে যাবে। টুর্নামেন্টের আগে থেকেই হয়তো অনুশীলন শুরু করতে পারবে। যদি কোনো সমস্যা হয় তাহলে নির্বাচকদের সাথে আলাপ করে আপডেট জানানো হবে। একজন ক্রিকেটারকে অবশ্যই আমরা চিন্তা করছি আরকি।”
সেই ক্রিকেটারটিই যে মুমিনুল, সেটিই নিশ্চিত করেছেন নাজমুল। এর আগে মুমিনুলের ওয়ানডে দলে ফেরা নিয়েও আলোচনা হয়েছিল। সম্প্রতি ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড সফরে ৭৫.২৫ গড়ে চার ইনিংসে ৩০১ রান করেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
ক্যারিয়ারে ২৬ ওয়ানডের শেষটি মুমিনুল খেলেছিলেন ২০১৫ বিশ্বকাপে, মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর আর ওয়ানডে খেলার সুযোগ হয়নি তার।
এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড (নতুন)
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মেহেদি হাসান, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও মুমিনুল হক