• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    এশিয়া কাপের স্কোয়াডে সাকিব, বাদ এনামুল, সাব্বির

    এশিয়া কাপের স্কোয়াডে সাকিব, বাদ এনামুল, সাব্বির    

    সাকিব আল হাসানকে রেখেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছেন ওপেনার এনামুল হক, ব্যাটসম্যান সাব্বির রহমান ও পেসার আবু জায়েদ চৌধুরি। দলে এসেছেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও অলরাউন্ডার আরিফুল হক। 

    সাকিবের আঙুলের অস্ত্রোপচার নিয়ে এর আগে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দেশে ফিরে সাকিব জানিয়েছিলেন, এশিয়া কাপের আগেই অস্ত্রোপচার করাতে চান তিনি। তবে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান বলেছিলেন, জিম্বাবুয়ের সফরের সময় সাকিব অস্ত্রোপচার করালে সেটা দলের জন্য ভাল হবে। আপাতত সাকিবকে তাই অপেক্ষাই করতে হচ্ছে। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান দল ঘোষণার পর বলেছেন, "সাকিবের সঙ্গে শেষ আমার যে কথা হয়েছে মদিনায়, সে এশিয়া কাপ খেলেই অস্ত্রোপচারটা করবে। আমি বলেছিলাম, এশিয়া কাপটা বেশি চ্যালেঞ্জিং। জিম্বাবুয়ে সিরিজের সময় অস্ত্রোপচারটা করতে বলেছি। ৬ তারিখে দুবাইতে যোগ দেবে সে দলের সঙ্গে।" 

    ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পেলেও ৩ ওয়ানডে মিলিয়ে ৩৩ রান করেছিলেন এনামুল। জায়গা হারালেন তিনি এবার। দেশের মাটিতে এর আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলেছিলেন মিঠুন, ওপেনিংয়েই। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাদ পড়েছিলেন এরপর, সুযোগ পেলেন আবার। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন আরিফুল। প্রথমবারের মতো ডাক পেলেন ওয়ানডে দলে। 

    ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ইনিংসে ২৭ রান করেছেন সাব্বির, ফর্মটা ভাল নেই বেশ কিছুদিন ধরেই। শেষ ফিফটি পেয়েছিলেন ১৪ ইনিংস আগে, গত বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে। রান-খরার মাশুলটা দিতে হলো তাকে। 

    আর শেষ সফরে ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াডে থাকলেও খেলা হয়নি আবু জায়েদের। এবার ১৫ সদস্যের স্কোয়াডে জায়গাই হলো না তার। দলে ডাক পাননি বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হকও। 'এ' দলের হয়ে আয়ারল্যান্ডে দারুণ এক সফরও যথেষ্ট হয়নি তার।  


    এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড 
    মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মেহেদি হাসান, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি

    এলেন- মিঠুন, আরিফুল
    বাদ- এনামুল, সাব্বির, আবু জায়েদ