• ইংল্যান্ড-ভারত সিরিজ
  • " />

     

    'বিশ্রাম' চান না অ্যান্ডারসন

    'বিশ্রাম' চান না অ্যান্ডারসন    

     

    মোহাম্মদ শামিকে ফিরিয়ে করেছেন ইতিহাস। গ্লেন ম্যাকগ্রাকে পেছনে ফেলে ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসনই এখন পেসারদের মাঝে সবচেয়ে বেশি উইকেটশিকারি বোলার। লম্বা একটা সিরিজ শেষ হওয়ার পর অ্যান্ডারসন বলছেন, আসন্ন সিরিজগুলোতে তিনি কোনো বিশ্রাম চান না।

    সামনেই শ্রীলংকা ও দখিন আফ্রিকার বিপক্ষে সিরিজ। ইংলিশ নির্বাচকরা ইঙ্গিত দিয়েছেন, এই সিরিজে দলে দেখা যেতে বেশ কয়েকজন নবীন পেসার। ফলে বিশ্রামে থাকতে হতে পারে অ্যান্ডারসন ও ব্রডকে।

    অ্যান্ডারসন কিন্তু একদমই বিশ্রাম চাইছেন না, ‘আমি ও ব্রড ওয়ানডে খেলি না, তাই নিজেদের প্রস্তুত করার জন্য বেশ কিছুটা সময় পাই। আমার মনে হয় পরবর্তী সিরিজের আগেই আমাদের বিশ্রামটা হয়ে যাবে। শারীরিক ও মানসিকভাবে যে বিশ্রাম দরকার সেটার জন্য সিরিজ মিস দেওয়ার দরকার নেই। আমরা ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে সেটা প্রমাণ করেছি।’

    ৩৬ বছর বয়সী অ্যান্ডারসন বিশ্রাম না চাইলেও বলছেন, ক্যারিয়ারের শেষটা হয়ত ঘনিয়ে আসছে, ‘২০০৬ সালের অ্যাশেজের পর ম্যাকগ্রা বলেছিলেন, ওই মুহূর্তে তার অবসরের কোনো চিন্তা নেই। কিন্তু কিছুদিনের মাঝেই অবসরে চলে যান তিনি! কে জানে, আমার সাথেও এরকম হতে পারে! খুব বেশি দূরের কথা ভাবতে চাইনা। বর্তমানে আছি, ক্রিকেট খেলছি, এটা নিয়েই আপাতত ভাবতে চাই।’