শুধু অস্ট্রেলিয়াকেই 'অপছন্দ' মঈনের
স্লেজিংয়ে অস্ট্রেলিয়ানদের জুড়ি মেলা ভার। এই ব্যাপারটা নিয়ে তাদের ওপর নাখোশ ক্রিকেটারের সংখ্যা নেহায়েতই কম নয়। তবে অস্ট্রেলিয়ানদের প্রতি ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলির রাগটা হয়ত একটু বেশিই। মঈন বলছেন, প্রতিপক্ষ দলগুলোর মাঝে শুধু অস্ট্রেলিয়াকেই অপছন্দ করেন তিনি।
কিন্তু কেনো এই রাগ? ২০১৫ সালে অ্যাশেজে যা ঘটেছিল, সেটার পর থেকেই নাকি অস্ট্রেলিয়ানদের পছন্দ করেন না মঈন, ‘ব্যক্তিগত পারফরম্যান্সের কথা বললে সেই অ্যাশেজটা আমার অন্যতম সেরা সিরিজ ছিল। তবে একটা ঘটনাই সবচেয়ে বেশি দাগ কেটেছে মনে। ব্যাটিংয়ের সময় একজন অস্ট্রেলিয়ান ফিল্ডার বারবার বলছিল, ‘এই ওসামা, এইদিকে ফিরে তাকাও।’ আমি তো নিজের কানেই বিশ্বাস করতে পারছিলাম না! স্বভাবতই খুব বেশি রেগে গিয়েছিলাম, এতটা রাগ আমি ক্রিজে কখনোই হইনি।’
মঈনকে ওসামা বলার ব্যাপারটা নিয়ে দুই দলের কোচের মাঝেও কথা হয়েছিল, জানান মঈন, ‘ট্রেভর বেয়লিস ড্যারেন লেম্যানকে জিজ্ঞাসা করেছিলেন এই ব্যাপারে। লেম্যান নাকি ওই ফিল্ডারকে বলেছিলেন সে আমাকে 'ওসামা' বলেছিল কিনা। সে এটা অস্বীকার করে। আসলে আমার কিছুই করার ছিল না।’
ওই ঘটনার পর অস্ট্রেলিয়াকে খুব বেশি অপছন্দ মঈনের, ‘আপনি সবাইকে জিজ্ঞাসা করতে পারেন, আমি আমার জীবনে কখনোই কোনো প্রতিপক্ষকে ঘৃণা করিনি। কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ওই ঘটনার পর তাদের আমার একেবারেই পছন্দ হয়না। তারা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী বলে নয়, তারা প্রতিপক্ষকে সম্মান দিতে জানে না।’