• " />

     

    ৩০ রানে অল-আউট হয়ে রেকর্ড গড়লো বাংলাদেশের মেয়েরা

    ৩০ রানে অল-আউট হয়ে রেকর্ড গড়লো বাংলাদেশের মেয়েরা    

    টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রানে অল-আউট হয়ে গেছে বাংলাদেশের মেয়েরা। কক্সবাজারে পাকিস্তান উইমেনের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪ ওভারে ৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ উইমেন অল-আউট হয়ে গেছে মাত্র ৩০ রানে। এর আগে সর্বনিম্ন ৪৪ রানে অল-আউট হয়েছিল বাংলাদেশ উইমেন, পাকিস্তানের বিপক্ষেই ২০১৬ সালে। বাংলাদেশের এই স্কোর এখন সর্বনিম্ন তালিকায় যৌথভাবে চতুর্থ। 

    ২, ১, ২, ৬, ২, ০, ৯, ৩, ০, ০, ২*- কক্সবাজারের বালুকাবেলায় ক্ষুদ্র ক্ষুদ্র অবদান যেন বাংলাদেশের দলের প্রতিটি ব্যাটসম্যানের। দুই অঙ্ক ছুঁতে পারেননি কেউ, বাউন্ডারি দুইটি মেরেছেন নিগার সুলতানা ও রুমানা আহমেদ। পাকিস্তানের বাঁহাতি স্পিনার আনাম আমিনের বোলিং ফিগারটা এমন- ৩-৩-০-৩! 

    ৭ রানে ২ উইকেট নিয়েছেন নাসরা সান্ধু, আইমান আনোয়ার ২ উইকেট নিয়েছেন ১৩ রানে। আর নিদা জোড়া উইকেট নিয়েছেন ৪ রানে। 

    ২৩ রানে ৯ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের, সব মিলিয়ে দ্বিতীয় সর্বনিম্ন ২৫ রানের রেকর্ডটিও হুমকি দিচ্ছিল তখন। গত আগস্টে নামিবিয়া উইমেনের বিপক্ষে ২৫ রানে অল-আউট হয়ে গিয়েছিল মোজাম্বিক উইমেন। মেয়েদের ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ডটি মেক্সিকোর, গত আগস্টেই ব্রাজিলের বিপক্ষে ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮ রানে অল-আউট হয়ে গিয়েছিল তারা। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ১ জুলাই ২০১৮ থেকে সব সদস্যের মাঝে টি-টোয়েন্টি ম্যাচই এখন পায় আন্তর্জাতিক মর্যাদা। 

    কক্সবাজারে প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছিল, দ্বিতীয়টিতে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ উইমেন। ৮ রানে আয়েশা জাফরের রান-আউটে প্রথম ব্রেকথ্রু পায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে নাহিদা খান ও জাভেরিয়া খান মিলে যোগ করেছেন ৪১ রান, জাভেরিয়া ২৫ রানে ফিরতি ক্যাচ দিয়েছেন লতা মন্ডলকে। এরপর ৬ রানের ব্যবধানে নাহিদা ও নিদা রশিদকে ফিরিয়েছেন নাহিদা আক্তার, সে সময় পাকিস্তানকে বেশ চাপেই রেখেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত তারা গেছে ৮৮ রান পর্যন্ত। 

    তবে বাংলাদেশের বিপর্যয় ঘটতে যথেষ্ট হয়েছে সেটাই!