• নেশনস কাপ
  • " />

     

    অবনমন নিয়ে মাথা ঘামাচ্ছেন না লো

    অবনমন নিয়ে মাথা ঘামাচ্ছেন না লো    

     

    রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। ৮০ বছরের ইতিহাসে বিশ্বকাপে সবচেয়ে বাজে পারফরম্যান্সের পর ইউয়েফা নেশনস কাপে ঘুরে দাঁড়ানোই ছিল জার্মানির প্রধান লক্ষ্য। সেখানেও ব্যর্থ জোয়াকিম লোর দল। লিগ ওয়ানের গ্রুপে অবনমনের শঙ্কায় পড়েছে জার্মানি। লো অবশ্য মনে করেন, অবনমন নিয়ে খুব একটা দুশ্চিন্তা করে লাভ নেই। 

    ইউয়েফা নেশনস কাপে তিনটি ম্যাচ খেলেছে জার্মানি। তিন ম্যাচে জার্মানির পয়েন্ট এক, দুটি ম্যাচে হেরেছে তারা। সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স, তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস। যদি আগামীকাল নেদারল্যান্ডস ফ্রান্সকে হারিয়ে দেন, তাহলে অবনমনে পড়বে জার্মানি।

    সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা অবনমনে পড়বে, এ নিয়ে আলোচনার যেন শেষ নেই। তবে অবনমনে পড়লেই সব শেষ, এমনটা ভাবছেন না লো, ‘এখনেই তো সবকিছুর শেষ নয় তাইনা? অবনমনে পড়লে ২০২০ সালে নিচের গ্রুপে খেলতে হবে। আমরা তো আবার ওপরের গ্রুপে উঠতেই পারি। অবনমনে পড়লে সেটা মেনে নেবো। আমাদের প্রধান লক্ষ্য এখন ২০২০ সালের ইউরো বাছাইপর্ব। সব হতাশা ভুলে সেখানে ভালো করতে চাই।’

    দলের এই দুঃসময়ে অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের একসাথে কাজ করার আহবান লোর, ‘প্রতিটা সফল দলেই তারুণ্যের সাথে অভিজ্ঞদের ভালো বোঝাপড়া থাকে। দলে আসা নতুন ফুটবলারদের পথ দেখানো অভিজ্ঞদের দায়িত্ব। আমাদের দলে খুব বেশি অভিজ্ঞ ফুটবলার এই মুহূর্তে নেই, এটা একটা সমস্যা। তারপরও যারা আছেন, সবাই একসাথে কাজ করলে ভালো কিছু হবেই।’

    আজ রাতে প্রীতি ম্যাচে রাশিয়ার মুখোমুখি হবে জার্মানি।