'মিরপুরের উইকেট চট্টগ্রামের চেয়ে ভালো'
মিরপুর টেস্টের প্রথম দিনের পর সবচেয়ে বড় প্রশ্ন, এই উইকেটে চট্টগ্রামের চেয়ে কি বেশি স্পিন ধরবে?
প্রথম দিনে অন্তত সেরকম লক্ষণ খুব একটা ছিল না। চট্টগ্রামে প্রথম দিনের শেষ সেশন থেকেই কিছুটা টার্ন পেয়েছিলেন চেজরা, মিরপুরে আজ সেরকম বল খুব বেশি ছিল না। ব্যাটসম্যানদের ব্যাট করতে সমস্যা হয়নি, উইকেট যাওয়ার দায়টাও নিজেদেরই বেশি। সবাংলাদেশ ৫ উইকেটে ২৫৯ রান দিয়ে দিন শেষ করেছে, তবে স্কোরকার্ডটা স্বাগতিকদের জন্য আরও ভালো হতে পারত অনায়াসেই। ওয়েস্ট ইন্ডিজ লেগ স্পিনার দেবেন্দ্র বিশুইও বললেন, ‘এই উইকেট চট্টগ্রামের চেয়ে ভালো। একটা একটু বেশি ফ্ল্যাট, একটু বেশি ধীরগতির। দেখা যাক সময়ের সঙ্গে কেমন আচরণ করে। দিন শেষে আমাদের হয়তো আরও দুইটি উইকেট বেশি নেওয়া উচিত ছিল, তবে ৫ উইকেটে ২৫৯ রান খুব খারাপ বলব না। আমাদের কাল সকালে দ্রুত দুই উইকেট নিয়ে ওদের টেল এন্ডারদের চেপে ধরতে হবে।’
বিশু বলছেম, তৃতীয় দিন পর্যন্ত এখানে ব্যাটিং করা সহজ হবে, ‘প্রথম তিন দিন উইকেট খুব বেশি খারাপ হবে বলে মনে হয় না। তৃতীয় দিন থেকে কী হয় সেটাই দেখার। আমাদের ভালোভাবে ব্যাট করতে হবে। জেতার জন্যই খেলতে হবে আমাদের। এখনও অনেক পথ বাকি, তবে ফোকাসটা ঠিক রাখতে হবে আমাদের। ওদের স্পিনারদের খেলার ভালো একটা উপায় খুঁজে বের করতে হবে আমাদের।’
সাদমান অবশ্য আগের টেস্ট খেলেননি বলে তুলনায় যেতে পারবেন না। তবে সাকিব-মাহমুদউল্লাহর জুটির ওপর ভর করে বড় স্কোরের লক্ষ্যটা জানিয়ে গেলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল বড় জুটির। হয়তো আমাদের একটা বড় জুটি হয়েছে সাকিব ভাই আর রিয়াদ ভাইয়ের। হয়তো কালকে...ম্যাচ তো এখনও রয়ে গেছে বাকিটা। কালকে আরও বড় জুটি হবে।যেরকম আমাদের পরিকল্পনা ছিল সেটা সাকসেস হবে ইনশাআল্লাহ। ’
চট্টগ্রামে সাকিব বলেছিলেন, এ ধরনের উইকেটে প্রথম ইনিংসের রান গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সাকিবরা দলের রান কতদূর নিতে পারবেন, ম্যাচের ভাগ্য অনেকটুকু লেখা হয়ে যাবে সেখানেই।