• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    মরিনহোর বিদায় : টুইট করেও ডিলিট করলেন পগবা

    মরিনহোর বিদায় : টুইট করেও ডিলিট করলেন পগবা    

    ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে হোসে মরিনহো বরখাস্ত হওয়ার পর অদ্ভুত এক টুইট করেছেন পল পগবা। সেটা আবার মুহুর্তের মধ্যেই ডিলিটও করে দিয়েছেন তিনি। 

    পগবাকে রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে এনেছিলেন হোসে মরিনহোই। কিন্তু দুইজনের সম্পর্কটা শীতল হয়েছে চলতি মৌসুম থেকে। পগবার কাছ থেকে অধিনায়কের আর্মব্যান্ডও কেড়ে নিয়েছিলেন মরিনহো। এরপর প্রিমিয়ার লিগের শেষ ৩ ম্যাচে পগবাকে একাদশেও রাখেননি তিনি। সবশেষ লিভারপুলের বিপক্ষে পগবার আর নামারই সুযোগ হয়নি। ওই ম্যাচটা হয়ে থেকেছে মরিনহোর ইউনাইটেডের অধ্যায়ের শেষ।

     


    বেঞ্চে বসে থেকেও পগবা এতদিন নিশ্চুপই ছিলেন। কিন্তু মরিনহো বরখাস্ত হওয়ার ২০ মিনিটের মধ্যেই টুইট করে নীরবতা ভাঙেন পগবা।  অদ্ভুত এক মুখভঙ্গি করা একটি ছবি পোস্ট করে নিজের ৬.১৪ মিলিয়ন ফলোয়ারদের কাছ থেকে ছবির ক্যাপশন জানতে চান পগবা! একই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামেও। ছবিটি অবশ্য অ্যাডিডাসের প্রচারণার জন্যও হতে পারে। সেটা নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। তবে মরিনহোর বরখাস্তে যে পগবা খুশিই হয়েছেন সেটা বোধ হয় ধরে নেওয়াই যায়!