• বুন্দেসলিগা
  • " />

     

    ১৫ ম্যাচ পর বুন্দেসলিগায় হারল ডর্টমুন্ড

    ১৫ ম্যাচ পর বুন্দেসলিগায় হারল ডর্টমুন্ড    

     

    বুন্দেসলিগায় গতকাল পর্যন্ত ১৫ ম্যাচের একটিতেও হারেনি তাঁরা। সব মিলিয়ে এই মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ড হেরেছিল শুধু চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। জার্মান লিগে ডর্টমুন্ডের জয়যাত্রা অবশেষে থামল। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ফরচুনা ডুসেলডর্ফের কাছে ২-১ গোলে হেরে লিগে মৌসুমের প্রথম হারের স্বাদ পেল ডর্টমুন্ড।

    গত মাসের শেষেই বায়ার্ন মিউনিখকে জয়বঞ্চিত করেছিল ডুসেলডর্ফ। কাল ডর্টমুন্ডের বিপক্ষেও শুরু থেকে আক্রমণাত্মক মুডে ছিলেন তাদের ফরোয়ার্ডরা। ফলটাও খুব দ্রুতই পায় ডুসেলডর্ফ, ২২ মিনিটে এগিয়ে যায় তাঁরা। দারুণ এক পাল্টা আক্রমণে বল আসে কেভিন স্টোগেরের পায়ে। তাঁর পাসে বল পান ডডি লুকেবাকিও। বক্সের বাইরে থেকে তাঁর বা পায়ের জোরালো শট ঠেকাতে পারেননি ডর্টমুন্ড গোলরক্ষক বুরকি। ৩২ মিনিটে মারিও গোটসের শট বাঁচিয়ে দেন ডুসেলডর্ফ কিপার রেনসিং। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করতে পার্ট ডুসেলডর্ফ, তাকাশি উসামির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হাঁপ ছেড়ে বাঁচে ডর্টমুন্ড।

    দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ডুসেলডর্ফ। ৫৬ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন ডুসেলডর্ফের জেন জিমার। উসামির পাসে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি। দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ডর্টমুন্ড। কিন্তু গোছানো কোনো আক্রমণ সাজাতে পারছিল না তাঁরা। ৭০ মিনিটের পর মার্কো রয়েস, আব্দু দিয়ালোরা গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত বল জালে জড়াতে পারেননি রেনসিংয়ের দক্ষতায়।

    ৮১ মিনিটে ডর্টমুন্ডকে আশার আলো দেখান পাকো আলকাসের। লুসকাসের ক্রসে তাঁর দারুণ এক হেডে ব্যবধান কমান আলকাসের। এই মৌসুমে বদলি হিসেবে নেমে ১০ গোল করেছেন তিনি, যা বুন্দেসলিগার ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ। তিন মিনিট পর আলকাসেরের শট ঠেকিয়ে দেন রেনসিং। শেষ পর্যন্ত আর সমতা আনা হয়নি ডর্টমুন্ডের।

    এই হারের পড়েও ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে ডর্টমুন্ড।