• দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজ
  • " />

     

    পোলককে পেছনে ফেলে সবার ওপরে স্টেইন

    পোলককে পেছনে ফেলে সবার ওপরে স্টেইন    

    স্লিপে দাঁড়ানো ডিন এলগার ফাখার জামানের ক্যাচটা নিতেই উল্লাসে ফেটে পড়লেন। সেই উল্লাসটা ছড়িয়ে পড়ল দক্ষিণ আফ্রিকার সবার মাঝেই। ডেল স্টেইনের রেকর্ডটাই যে এমন! ৪২২ উইকেট নিয়ে টেস্টে স্টেইনই এখন দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেটশিকারি। 

    দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া শন পোলককে ছুঁয়েছিলেন আগেই। আর এক উইকেট নিলেই তাঁকে ছাড়িয়ে এককভাবে সবার ওপরে বসতেন স্টেইন। সেঞ্চুরিয়ানে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নিজের চতুর্থ ওভারেই পেয়ে যান সেই কাঙ্ক্ষিত উইকেটটি। তাঁর গতির সাথে পেরে উঠতে পারেননি ফাখার। অফ স্ট্যাম্পের বাইরের বল ফাখারের ব্যাটের কানায় লেগে যায় এলগারের হাতে। 

    যে পোলকের রেকর্ড ভেঙেছেন স্টেইন, তিনি ওই মুহূর্তে বসা ছিলেন ধারাভাষ্যকার হিসেবে। উদযাপন শেষে স্টেইন তাঁর দিকে ইশারাও করেছেন। পোলকও ধারাভাষ্য দেওয়ার সময় বলেছেন, যোগ্য বোলারের কাছে রেকর্ড হারিয়ে তিনিও খুশি! পোলক ৪২১ উইকেট নিয়েছিলেন ১০৮ টেস্টে। স্টেইন সেটা ভেঙেছেন ৮৯ টেস্ট খেলেই। 

    একটা সময় ইনজুরির কারণে আর টেস্ট খেলতে পারবেন কিনা, সে নিয়েই ছিল শঙ্কা। সেই স্টেইনই এবার ছুঁলেন নতুন মাইলফলক।