• দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজ
  • " />

     

    সিরিজ জয়ের দিনে দ. আফ্রিকার চিন্তা আমলার চোটে

    সিরিজ জয়ের দিনে দ. আফ্রিকার চিন্তা আমলার চোটে    

    দ্বিতীয় টেস্ট, কেপটাউন
    পাকিস্তান ১ম ইনিংস ১৭৭ (সরফরাজ ৫৬, মাসুদ ৪৪, অলিভিয়ার ৪/৪৮, স্টেইন ৩/৪৮) ও ২য় ইনিংস ২৯৪ (শফিক ৮৮, বাবর ৭২, মাসুদ ৬১, রাবাদা ৪/৬১, স্টেইন ৪/৮৫)
    দঃ আফ্রিকা ১ম ইনিংস ৪৩১ (ডু প্লেসি ১০৩, মার্করাম ৭৮, বাভুমা ৭৫, আমির ৪/৮৮, আফ্রিদি ৪/১২৩) ও ২য় ইনিংস ৪৩/১
    দ. আফ্রিকা ৯ উইকেটে জয়ী


    কেপটাউনের উইকেটের বাউন্স আরও বেশি বেশি অসমান হয়ে উঠলো চতুর্থ দিন। তাতে চোট পেয়ে উঠে যেতে হলো হাশিম আমলাকে। মোহাম্মদ আমিরের লাফিয়ে ওঠা বল ছেড়ে দিতে গিয়ে বাহুতে আঘাত পেয়েছেন তিনি। ৯.৫ ওভারের মাঝেই সিরিজ জয় নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকার দুশ্চিন্তা আমলার চোট নিয়েই। 

    এইডেন মার্করামের চোটে প্রমোশন দিয়ে ওপেনিংয়ে পাঠানো থিউনিস ডি ব্রুইন সুবিধা করতে পারেননি, একটি বাউন্ডারির পর ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। জোহানেসবার্গে তৃতীয় টেস্টে তার খেলা নির্ভর করছে তাই মার্করামের চোটের অবস্থার ওপরই। 

    তবে আমলার চোটের পরও সব আঘাত সামলে দাঁড়িয়ে ছিলেন ডিন এলগার, চার বাউন্ডারিতে তিনি অপরাজিত ছিলেন ২৪ রানে। পার্ট-টাইমার আজহার আলিকে পরপর দুই বাউন্ডারিতে জয় নিশ্চিত করেছেন তিনি। 

    দুই দলের তৃতীয় টেস্ট শুরু হবে  ১১ জানুয়ারি।