• দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজ
  • " />

     

    জোহানেসবার্গে নিষিদ্ধ ডু প্লেসি

    জোহানেসবার্গে নিষিদ্ধ ডু প্লেসি    

     

    কেপটাউন টেস্টে প্রথম তিন দিনের প্রতিদিনই ৯০ ওভার পূর্ণ করতে বাড়তি আধ ঘণ্টা যোগ করেছিলেন আম্পায়াররা। দক্ষিণ আফ্রিকার বোলারদের স্লো ওভার রেটের কারণেই হয়েছিল এমনটা। দলের এই স্লো ওভার রেটের শাস্তিটা পেতে হচ্ছে অধিনায়ক ফাফ ডু প্লেসিকেই। পাকিস্তানের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে নিষিদ্ধ হয়েছেন ডু প্লেসি।

    দুই ইনিংস মিলিয়ে দক্ষিণ আফ্রিকার পেসাররাই করেছেন ১২২ ওভার। ওভার রেটের ধীরগতির কারণ মূলত এটাই। দুই আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও জোয়েল উইলসন ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছিলেন। এরপর বুন ডু প্লেসিকে সিরিজের শেষ টেস্টে নিষিদ্ধ করেন। শুধু নিষেধাজ্ঞা পেয়েই শেষ হয়নি, আইসিসির ২.২২.১ ধারা অনুযায়ী ডু প্লেসিকে গুণতে হচ্ছে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানাও।

    এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে সেঞ্চুরিয়ানে ভারতের বিপক্ষে টেস্টে স্লো ওভার রেটের কারণে ডু প্লেসিকে সতর্ক করেছিলেন আম্পায়াররা। এক বছরের মাঝে আবার একই ঘটনা ঘটায় নিষেধাজ্ঞা পেতে হলো তাঁকে। ১১ তারিখ শুরু হতে যাওয়া জোহানেসবার্গ টেস্টে তাই থাকছেন না তিনি। দক্ষিণ আফ্রিকা অবশ্য আগেই ২-০ তে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে।

    ডু প্লেসির জায়গায় দলকে নেতৃত্ব দিতে পারেন হাশিম আমলা অথবা এইডেন মার্করাম। এই দুইজন ছাড়াও অধিনায়ক হিসেবে শোনা যাচ্ছে ডিন এলগারের নামও।