• বিপিএল ২০১৯
  • " />

     

    'কোপ আপ' নয়, 'কোপাতে' বললেন মাহমুদউল্লাহ

    'কোপ আপ' নয়, 'কোপাতে' বললেন মাহমুদউল্লাহ    

    মাহমুদউল্লাহ রিয়াদ যেন আজ যেন ঠিক নিজের মধ্যে ছিলেন না। বার বার মেজাজ হারিয়ে ফেলছিলেন আজ, শরিফুলকে ভালোরকম বকুনিও দিয়েছেন। নিজেও স্বীকার করলেন, আজ এক বার একটু বেশিই রূঢ় হয়ে গিয়েছিলেন। দেশীদের খাপ খাইয়ে নেওয়ার প্রসঙ্গে তাই রিয়াদ আরও একটা দুসরা দিলেন, ‘কোপআপ করার কিছু নেই, কোপাতে হবে।’

    মাহমুদউল্লাহর দিনটা এর চেয়ে খারাপ বোধ হয় আর হতে পারত না। এমনিতেই তিন ম্যাচ হেরে খুলনা ব্যাকফুটে ছিল, আজ সুপার ওভারে চট্টগ্রামের কাছে হেরে পিঠ ঠেকে গেছে দেয়ালে। মাহমুদউল্লাহর আক্ষেপ, অন্তত দুইবার জয়ের সুযোগ হাতছাড়া করেছেন তারা, ‘দুইটা সময় আমাদের ম্যাচ জেতার সুযোগ ছিল। টানা তিনটি ম্যাচ হেরে যাওয়ার পর আজকে ভালো একটি সুযোগ ছিল। কিন্তু আমরা দুইবারই সুযোগটা হারালাম। সুপার ওভারে ১১ রান বড় কোন লক্ষ্য না। আমরা করতে পারিনি।’

    কিন্তু শেষ ওভারে নিজে না এসে আরিফুলকেই আনলেন কেন? দুই বছর আগে তো বিপিএলে বল হাতেই দুইটি ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন মাহমুদউল্লাহ। খুলনা অধিনায়কের ব্যাখ্যা, ‘ওই সময় অফস্পিনটা হয়তোবা একটু কঠিন হতো। শেষ ওভারে ১৯ রান, আমি ভাবলাম আরিফ ভালো অপশন। ও হয়তো ওয়াইড ইয়র্কার করবে! কিন্তু হয়নি দুর্ভা্গ্যবশত।’

    প্রশ্ন উঠল, ম্যাচের গুররুত্বপূর্ণ পরিস্থিতিতে দেশিদের ওপর কি ভরসা রাখা যাচ্ছে না? মাহমুদউল্লাহ সরাসরিই বললেন, ‘সুপার ওভারের কথা বললে এখানো কোপআপের কিছু নেই। এখানে কোপাও অপশনে যেতে হবে।’ তার আগে অবশ্য একটু বিস্তারিত ব্যাখ্যা দিলেন, ‘আমার কাছে মনে হয়েছে স্টারলিং অফসাইডে খুব ভালো, মালানও শক্তিশালী। আমরা সবাই ব্র্যাথওয়েটের ব্যাপারে জানি। সবকিছু মিলিয়ে তাদের নির্বাচন করা হয়েছে। তিন নম্বরে আমিও যেতে পারতাম। কিন্ত আমার কাছে মনে হয়েছে স্টারলিং বেশি ভালো।’

    শরিফুলকে বকুনির ওই প্রশ্নও উঠল। মাহমুদউল্লাহ স্বীকার করলেন, একটু বেশি রূঢ় হয়ে গিয়েছিলেন, ‘চাপ গত ১১-১২ বছর ধরে অনেক নিয়েছি। হয়তোবা আজকে কিছুটা উত্তেজিত হয়ে গিয়েছিলাম। কাজটা উচিত হয়নি।  এটা হয়তো খেলোয়াড়দের উপর প্রভাব ফেলে। চেষ্টা করবো পরবর্তী সময়ে কুল থাকার।’

    টানা চার ম্যাচ হেরে খুলনা এখন ছিটকে পড়ার শঙ্কায়। অধিনায়ক মানছেন, এখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। আপাতত ম্যাচ হিসেব করেই এগুতে চান, ‘এখন টুর্নামেন্টটি আমাদের কঠিন হয়ে গেছে। ৮ টা ম্যাচের মধ্যে আমাদের ৫ থেকে৬ টা ম্যাচ জিততেই হবে।  এটা অনেক কঠিন। তারপরও এটা ক্রিকেট খেলা।  দলের প্রতি আমার মেসেজ থাকবে টুর্নামেন্টে বাকি ৮টা ম্যাচের কথা চিন্তা করে খেলে লাভ নেই। আমাদের একটা একটা করে ম্যাচের কথা চিন্তা করে খেলতে হবে।’ তবে হারের জন্য কারও ওপর দোষ চাপাতে চান না। নিজেদের দোষ খুঁজতে বললেন নিজেদেরই।