ওয়ানডেতে আফ্রিকার চেয়েও শক্তিশালী পাকিস্তান: ডু প্লেসি
তিন টেস্টেই দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তা পায়নি পাকিস্তান। ওয়ানডে সিরিজেও যে খুব একটা শক্ত প্রতিরোধ গড়তে পারবে সরফরাজ আহমেদের দল, পাড় পাকিস্তান সমর্থকরাও হয়ত এমনটা আশা করছে না। তবে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি বলছেন, ওয়ানডেতে আফ্রিকার চেয়েও পাকিস্তান শক্তিশালী দল!
টেস্টে না পারলেও ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানাবে পাকিস্তান, এমনটাই বিশ্বাস ডু প্লেসির, ‘ওয়ানডেতে পাকিস্তানের দলটা দারুণ। গত কয়েক মাসে পারফরম্যান্সে তো বলা যায়, তাদের সীমিত ওভারের দল আমাদের চেয়েও ভালো! টেস্টের সাফল্যের পর ওয়ানডেতেও সেটা ধরে রাখা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে।’
প্রথম দুই ম্যাচে থাকছেন না ডেল স্টেইন ও কুইন্টন ডি কক। তাদের দুইজনের না থাকায় অবশ্য খুব বেশি চিন্তিত নন ডু প্লেসি, ‘আমরা বিশ্বকাপকে সামনে রেখে একাদশের ভেতর একটা সমতা আনার চেষ্টা করছি। স্টেইন ও ডি ককের না থাকা একটা সুযোগ করে দিয়েছে অন্যরা কেমন খেলে সেটা দেখার। বিকল্প কিছু খেলোয়াড় সবসময়ই তৈরি রাখতে হবে।’
বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের বিপক্ষে লোয়ার মিডল অর্ডারের অলরাউন্ডার ও স্পিনারদের ভালো ফর্মে থাকার আশাবাদ ডু প্লেসির, ‘আমরা চাই বিশ্বকাপের আগেই ওই পজিশনে একজন ভালো অলরাউন্ডার বের হয়ে আসুক। অনেকেই ভালো করছে, এটা বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখবেন তাঁরা এটাই চাইছে টিম ম্যানেজমেন্ট। আর আমাদের তিনজন দুর্দান্ত স্পিনার আছে। তাঁরা পাকিস্তানের বিপক্ষে ও বিশ্বকাপের আগে নিজেদের পুরোপুরি তৈরি করে ফেলবে এমনটাই আশা করছি।’
আজ বিকালে পোর্ট এলিজাবেথে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।