ক্ষমা চাইলেন সরফরাজ
দ্বিতীয় ওয়ানডে চলার সময় দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার অ্যান্ডাইল ফেলুকয়ায়োকে উদ্দেশ্য করে তাঁর ওই মন্তব্য নিয়ে সমালোচনা যেন থামছেই না। পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ নিজের বর্ণবাদী মন্তব্যের ভয়াবহতা হয়ত বুঝতে পেরেছেন সমালোচনা শুরুর পরেই। ম্যাচ শেষে ফেলুকয়ায়ো ও দক্ষিণ আফ্রিকার কাছে তাই ক্ষমা চেয়েছেন সরফরাজ।
ম্যাচের ৩৭ তম ওভারে সরফরাজ ফেলুকয়ায়োকে বলেছিলেন, 'ওই কালো (কৃষ্ণবর্ণ মানুষের ব্যঙ্গাত্মক রুপ), তোর মা আজ কই বসেছে? আজ তাকে কী প্রার্থনা করতে বলেছিস?' এই কথাটি স্ট্যাম্প মাইকে ধরা পড়ার পর থেকেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন সরফরাজ। আইসিসির বর্ণবাদবিরোধী কোড অফ কন্ডাক্টেও ফাঁসতে পারেন তিনি। যদিও ম্যাচের পর ফেলুকয়ায়ো বলেছেন, সরফরাজ তাকে খারাপ কিছু বলেননি, তাও সরফরাজ পার পাচ্ছেন না।
সরফরাজ নিজের ওই মন্তব্যের জন্য টুইটারে দুঃখ প্রকাশ করেছেন, ‘স্ট্যাম্প মাইকে যেসব কথা ধরা পড়েছে, সেটায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমা চাইছি। কাউকে উদ্দেশ্য করে আমি ওটা বলিনি, কাউকে কষ্ট দিতে চাইনি। যা বলেছি সেটা আসলে বুঝাতে চাইনি। আমি সবসময়ই প্রতিপক্ষের ক্রিকেটারদের সম্মান করেছি, ভবিষ্যতেও করে যাবো।’
দক্ষিণ আফ্রিকার ম্যানেজার মোহাম্মদ মোসাজি জানিয়েছেন, সরফরাজের ব্যাপারটি ম্যাচ রেফারি আমলে নিয়েছেন, ‘ঘটনাটি আইসিসি ও ম্যাচ রেফারির চোখ এড়ায়নি। তাঁরা এই ব্যাপারে তদন্ত শুরু করবেন। এটা নিয়ে এখনই বেশি কিছু বলতে চাই না।’
এদিকে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সরফরাজের মন্তব্যকে কোনোভাবেই সমর্থন করেন না তাঁরা, ‘স্ট্যাম্প মাইকে তাঁর যেসব কথা ধরা পড়েছে, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটার ব্যাপারে পিসিবি কোনো ছাড় দেবে না। একই সাথে তাঁর এই কথা প্রমাণ করে, ক্রিকেটারদের শিক্ষাটা কত জরুরী। পাকিস্তানের অধিনায়ক হিসেবে সরফরাজকে আরও দায়িত্বশীল হতে হবে। আশা করি এই ঘটনার প্রভাব সিরিজে পড়বে না।’
শেষ পর্যন্ত সরফরাজ আইসিসির পক্ষ থেকে কোনো শাস্তি পান কিনা, সেটা জানা যাবে তদন্তের পরেই।