মাঠে এসেই অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন মালিক!
টস করতে যখন সরফরাজ আহমেদের বদলে তিনি আসলেন, ততক্ষণে সরফরাজের চার ম্যাচের নিষেধাজ্ঞার খবরটা জেনে গেছেন সবাই। শোয়েব মালিক টসের সময়ই বলেছিলেন, হুট করেই এই ম্যাচের জন্য অধিনায়কত্বটা পেয়েছেন তিনি। ম্যাচের পর মালিক আরো জানিয়েছেন, টসের কিছুক্ষণ আগেই নাকি তাকে অধিনায়ক করা হয়েছিল!
ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই জানা যায়, দ্বিতীয় ওয়ানডেতে বর্ণবাদী মন্তব্য করায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন সরফরাজ। অধিনায়কের নিষেধাজ্ঞায় কে দলের দায়িত্ব নেবেন, সেটাই ছিল বড় প্রশ্ন। শেষ পর্যন্ত টস করতে আসেন ৩৭ বছর বয়সী মালিক।
মালিক জানিয়েছেন, ম্যাচ শুরুর অল্প সময় আগেই তাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে, ‘যখন আমরা ম্যাচের জন্য স্টেডিয়ামে আসি, এরপরই জানানো হয় যে আমি অধিনায়ক হবো। সকালেই সরফরাজের নিষেধাজ্ঞার খবরটা আসে, আমি আসলে ওই ব্যাপারে খুব বেশিকিছু জানতামও না। ম্যাচের অল্প কিছু সময় আগেই নিশ্চিত করা হয় যে আমিই দলকে নেতৃত্ব দেবো। পিসিবি ও টিম ম্যানেজমেন্ট যেমনটা চেয়েছে সেই দায়িত্বটাই পূরণের চেষ্টা করেছি হঠাৎ করে আসা এই সিদ্ধান্তের পরেও।’
এদিকে সরফরাজকে দেওয়া চার ম্যাচের নিষেধাজ্ঞায় বেশ হতাশ পিসিবি। এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেছে, সরফরাজ শাস্তি পাবেন এটা তারা ভাবেননি, ‘সরফরাজের এমন শাস্তিতে আমরা হতাশ। পিসিবি তো ভেবেছিল সরফরাজের ক্ষমা চাওয়ার পর ব্যাপারটা দুই ক্রিকেটারের ও বোর্ডের মাঝেই মিটমাট হয়ে যাবে। তার ক্ষমা তো দক্ষিণ আফ্রিকাও গ্রহণ করেছে, তাহলে কেনো এই শাস্তি?'
সরফরাজ না থাকলেও মালিকের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান।