• বিপিএল ২০১৯
  • " />

     

    'বিদেশীদের চেয়ে আমাদের স্কিল ভালো'

    'বিদেশীদের চেয়ে আমাদের স্কিল ভালো'    

    রানে রাইলি রুশোর ধারেকাছেও কেউ নেই, এবারের বিপিএলে এখন পর্যন্ত যে পাঁচটি সেঞ্চুরি হয়েছে, সবগুলোই করেছেন বিদেশীরা। বোলারদের তালিকায় অবশ্য দেশীদের জয়জয়কার, তবে বিদেশীদের মধ্যে নিয়মিত বোলারই বা আছেন কয়জন? ফরহাদ রেজা অবশ্য তারপরও মনে করছেন, বিদেশীদের চেয়ে তাদের স্কিল ভালো।

    নিজের পারফরম্যান্স দিয়ে কিছুটা হলেও সে দাবি করতে পারেন ফরহাদ। রাজশাহীর হয়ে গত বারের বিপিএলে খারাপ করার পর সুযোগ পাননি আর। এবার রংপুরে আবার দেখাতে শুরু করেছেন অভিজ্ঞতার ঝলক। এখন পর্যন্ত নিয়েছেন ১৭ উইকেট, তাঁর চেয়ে বেশি উইকেট আছে শুধু তাসকিন আহমেদের। রাজশাহীর বিপক্ষে একটা ম্যাচে ব্যাটে খারাপ করলেও পরে ব্যাট হাতে সিলেটের বিপক্ষে এনে দিয়েছেন জয়। পরশু তো ঢাকার বিপক্ষে দারুণ দুইটি ক্যাচও ধরেছেন।

    নিজে না হয় পারছেন, কিন্তু সব মিলে দেশী ব্যাটসম্যানরা কি সেরকম ম্যাচ জেতানোর মতো খেলতে পারছেন? ফরহাদ আত্মপক্ষ সমর্থনই করলেন, ‘যদি দেখেন আমরা গত চার মাস ফোর ডে ম্যাচ খেলে বিপিএল খেলতে এসেছি। না ভালো হিটিং, না ভালো বোলিং অনুশীলন করেছি। আমি তো মনে করি ওদের চেয়ে আমাদের স্কিল ভালো। ফোর ডে ম্যাচ খেলে এসে এভাবে ব্যাটিং করছি। শেষের দিকে এসে জুনায়েদ ভালো খেলছে। লিটন–মুশফিক–ইয়াসির আলী ভালো খেলছে। ওরাও তো ব্যাটিং করছে, তাই না? টি–টোয়েন্টিতে টপ অর্ডার রান না করলে নিচের দিকে ওভাবে ৫০–৬০ পাবেন না। আর ওরা তো খেপের মতো খেলে ম্যাচগুলো।’

    অধিনায়কের কাছ থেকে যে আলাদা করে প্রেরণা পান, সেটাও জানিয়েছেন, ‘খুলনার সঙ্গে একটা ম্যাচ জিতেছিলাম। মাশরাফি ভাই বলছিলেন আমি যে কজন বোলারকে দেখেছি যারা ইয়র্কার খুব  নিখুঁতভাবে মারতে পারে। যদি নিজের ওপর বিশ্বাস থাকে তুই আজ এটা করে দেখাতে পারবি। এর চেয়ে আর কী চাই! তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আমাদের আদর্শ, এ অবস্থায় আমাদের সঙ্গে খেলে যাচ্ছে।’

    তবে দলে যখন রুশো, হেলস, গেইল আর ডি ভিলিয়ার্স থাকেন তখন সেটা কতটা স্বস্তি দেয়? ফরহাদের অকপট উত্তর, ‘বেঁচে গেছি ওপরের চারটা নিয়েছে! আমাদের দল এভাবেই তৈরি হয়েছে, এতে স্থানীয় বোলারদের কাজ সহজ হয়েছে—আমি, মাশরাফি ভাই, সুহাস, অপু, সোহাগ গাজী, শহিদুল কাজগুলো ঠিকভাবে করার চেষ্টা করছি, যারাই খেলছি।’