• বুন্দেসলিগা
  • " />

     

    ডর্টমুন্ডের পয়েন্ট হারানোর ফায়দা নিল বায়ার্ন

    ডর্টমুন্ডের পয়েন্ট হারানোর ফায়দা নিল বায়ার্ন    

    বায়ার্ন মিউনিখের সাথে পয়েন্টের ব্যবধানটা ছিল সাত। হফেনহেইমের বিপক্ষে ৭৫ মিনিট পর্যন্ত ৩-০ তে এগিয়ে থেকে সাত পয়েন্টের লিডটা ধরে রাখার আভাসই দিচ্ছিল বরুশিয়া ডর্টমুন্ড। শেষ ১৫ মিনিটে তিন গোল শোধ করে দুর্দান্তভাবে ম্যাচে ফিরেছে হফেনহেইম, জিততে পারেনি ডর্টমুন্ড। ডর্টমুন্ডের পয়েন্ট হারানোর রাতে শালকেকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বায়ার্ন।

    ৩২ মিনিটে ডর্টমুন্ডকে এগিয়ে দেন জ্যাডন সানচো। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মারিও গোটজে। ৬৬ মিনিটে দলের তৃতীয় গোল আসে রাফায়েল গুরেরিওর পা থেকে। ৩-০ তে এগিয়ে গিয়ে জয় অনেকটা নিশ্চিতই মনে হচ্ছিল ডর্টমুন্ডের।

    সেটা হতে দেয়নি হফেনহেইম। ৭৫ মিনিটে এক গোল শোধ করেন ইশাক বেলফোডিল। ৮৩ মিনিটে হফেনহেইমের দ্বিতীয় গোল আসে পাভেল কেদেরাবেকের পা থেকে। শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে ম্যাচে সমতা আনেন বেলফোডিল। এই ম্যাচও ড্র হবে, ডর্টমুন্ডের ফুটবলাররা যেন এটা বিশ্বাসই করতে পারছিলেন না!

    ডর্টমুন্ড জয়বঞ্চিত হলেও বায়ার্ন ঠিকই জিতেছে আলিয়াঞ্জ অ্যারেনাতে। ১১ মিনিটে শালকের জেফরি ব্রুমার আত্মঘাতী গোলে এগিয়ে যায় বায়ার্ন। ২৫ মিনিটেই ম্যাচে সমতা ফেরায় শালকে, গোল করে আহমেদ কুটুকু। দুই মিনিট পর আবার লিড নেয় বায়ার্ন। গোল করে দলকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি।

    দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে দুই গোলের লিড নেয় বায়ার্ন, গোল আসে সার্জি গ্যাব্রির পা থেকে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৪৫, শীর্ষে থাকা ডর্টমুন্ডের পয়েন্ট সমান ম্যাচে ৫০।