• বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
  • " />

     

    সাকিবকে আইপিএলে ঝুঁকি না নেওয়ার পরামর্শ বিসিবির

    সাকিবকে আইপিএলে ঝুঁকি না নেওয়ার পরামর্শ বিসিবির    

    অনুশীলনে ফিরেছেন আগেই। বোলিং করতে সমস্যা ছিল না খুব, শুরু করেছেন ব্যাটিংও। তারপরও ২০ মার্চ পর্যন্ত সাকিব আল হাসানকে মাঠের বাইরে থাকতে পরামর্শ দিয়েছিল বিসিবি। আজ বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন, সাকিবের এখন আর খেলতে বাধা নেই। সবকিছু ঠিক থাকলে আইপিএলের শুরু থেকেই খেলার কথা তাঁর।

    এই মুহূর্তে চলছে ঢাকা প্রিমিয়ার লিগ। তবে সেখানে যে সাকিব খেলতে পারবেন না, তা গত পরশুই স্পষ্ট করে বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আকরাম বললেন, সাকিবের এখন আইপিএল খেলতে বাধা নেই। তবে পরামর্শ দিলেন, চোট নিয়ে যেন যথাসম্ভব সতর্ক থাকেন সাকিব,  ‘আইপিএলে শুরু হওয়ার আগে তো যাবেই। ডাক্তারের যেই পরামর্শ ছিল ২০ তারিখ পর্যন্ত খেলতে পারবে না, ইদানীং তো প্র্যাকটিস করছে সে। আমার মনে হয় ওর ফিটনেসটা... গত সাত দিন প্র্যাকটিস করেছে, ব্যাটিং বোলিংও করেছে। আজকে তো ডেটটা হয়ে গেছে, এখন সে ফিট।

    । এখন যেহেতু সে খেলছে... আমাদের মাথায় সবসময় থাকে হি ইজ ভেরি ইম্পরট্যান্ট ফর বাংলাদেশ ক্রিকেট। সে আইপিএলে গিয়ে আবার যেন ইনজুরিতে না পড়ে সেদিকে আমাদের কনসার্ন থাকবে। যতটুক পারে রিস্ক কম নিলে ওর জন্য ভালো হবে।’ 

     

     

     

    সানরাইজার্স হায়দরাবাদে গত মৌসুমটা ভালোই কেটেছিল সাকিবের, ফাইনালে ওঠার পথে খেলেছিলেন সব ম্যাচই। এবারও কি বেছে বেছে ম্যাচ খেলার ব্যাপারে কোনো নির্দেশনা থাকবে বিসিবির? আকরাম খান অবশ্য স্পষ্ট করে কিছু বললেন না, ‘না আমরা এমন কিছু চিন্তা করি নি। ওর সাথেও আলাপ করব যাওয়ার আগে, যাতে ফিটনেস নিয়ে রিস্ক না নেয়। ফিট না হলে খেলবে না এইসব যেন বলে দেয় ফ্র্যাঞ্চাইজিকে। আমি নিশ্চিত সে নিজেরটা নিজে খুব ভালো বুঝে। সে নিজে খুবই কেয়ার করছে, এক মাস দেখলাম। লম্বা একটা ক্যারিয়ারে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকেই। রিসেন্টলি কিছু ব্যথা পেয়েছে। যত দ্রুত সম্ভব রিকভারি করার সেটা হচ্ছে।’