• বুন্দেসলিগা
  • " />

     

    অথচ এখন জার্মানিতে আপত্তি নেই মরিনহোর!

    অথচ এখন জার্মানিতে আপত্তি নেই মরিনহোর!    

    ছয় বছর আগে তিনিই বলেছিলেন, কখনোই জার্মান ক্লাবের কোচ হবেন না। এত বছর পর এসে হোসে মরিনহো নিজের সিদ্ধান্ত পাল্টালেন। মরিনহো বলছেন, জার্মানিতে কোচিং করাতে তাঁর আপত্তি নেই। মরিনহো আভাস দিয়েছেন, আগামী মৌসুমে বায়ার্ন মিউনিখের ডাগআউটেও দেখা যেতে পারে তাঁকে।

    ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন মরিনহো। সেবারই পেপ গার্দিওলা বার্সেলোনা ছেড়ে বায়ার্নের কোচের দায়িত্ব নেন। মরিনহোকে প্রশ্ন করা হয়েছিল, তিনিও কি কখনো জার্মান ক্লাবের যাবেন? মরিনহো তখন সাফ জানিয়ে দিয়েছিলেন, জার্মানিতে কোচিং করানোর কোন ইচ্ছাই তার নেই।

    তবে নিজের সেই সিদ্ধান্ত থেকে মরিনহো সরে এসেছেন। এই মৌসুমে বায়ার্ন কোচ নিকো কোভাচের সময়টা একদমই ভালো যাচ্ছে না। বায়ার্ন চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে দ্বিতীয় রাউন্ডেই। বরুশিয়া ডর্টমুন্ডও হয়ত শেষ পর্যন্ত তাদের পেছনে ফেলে জিততে পারে বুন্দেসলিগা। এরকম কিছু হলে কোভাচের বরখাস্ত হওয়ার সম্ভাবনাই বেশি।

    ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার পর আর কোচিং করাননি মরিনহো। দুদিন আগে জানিয়েছিলেন, আগামী মৌসুমেই কোচিংয়ে ফিরতে চান। কোভাচের বিদায়ের পর তিনিই হতে পারেন বায়ার্নের নতুন কোচ, এমনটাই ইঙ্গিত দিলেন, ‘জার্মানিতে আমি কখনোই কোচিং করাইয়নি। সেখানে যেতে আমার সমস্যা নেই। দেখা যাক কী হয়! আমি দুটি ক্লাবকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছি, তৃতীয় ক্লাবকে নিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিততে চাই। পঞ্চম লিগ শিরোপাটা জিতে চাই পঞ্চম দেশের ক্লাবকে নিয়ে! তবে চাইলেই তো আর এরকমটা হয় না।’

    শুধু জার্মান লিগ নয়, মরিনহো যেতে পারেন ফ্রেঞ্চ লিগেও, ‘আমি চারটি ভিন্ন দেশে কাজ করেছি। আরও নতুন নতুন দেশে কোচিং করাতে চাই। নতুন টুর্নামেন্ট মানেই নতুন চ্যালেঞ্জ। এটা দারুণ একটা অভিজ্ঞতা হবে।’

     

     

    শেষ পর্যন্ত মরিনহো কোথায় যান, সেটা পরিষ্কার হবে পরের মৌসুমেই।