দর্শক কমছে লা লিগায়, বিশ্বসেরা ডর্টমুন্ডের স্টেডিয়াম
ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে খেলা হলে আবহটা যে কারো চোখে পড়তে বাধ্য। দর্শকসারিতে থেকেও বরুশিয়া ডর্টমুন্ডের সমর্থকেরাই যেন মাঠে নেমে যান 'দ্বাদশ' খেলোয়াড় হিসেবেই। ডর্টমুন্ডের মাঠের বৈরী পরিবেশের প্রশংসায় মেতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর মত ফুটবলাররাও। এবার সেই সিগনাল ইদুনা পার্কই ছাড়িয়ে গেল অন্যসব স্টেডিয়ামকে। এক পরিসংখ্যানে জানা গেছে, গত ৩ বছর ধরে ইউরোপের অন্য যেকোনও স্টেডিয়ামে চেয়ে ইদুনা পার্কেই দর্শক সমাগম হয়েছে সবচেয়ে বেশি।
ডর্টমুন্ডের সাথে জিতেছে বুন্দেসলিগাও। ২০১৩ থেকে ২০১৮- গত ৫ বছর যেকোনও ম্যাচের দিন স্টেডিয়ামে জার্মান লিগের দর্শক হয়েছে গড়ে ৪৩,৩০২ জন। দ্বিতীয় স্থানে আছে প্রিমিয়ার লিগ (৩৬,৬৭৫)। গত ৫ বছরের সাথে গত ১৫ বছরেরও পরিসংখ্যান বের করেছে সিআইইএস ফুটবল অবজার্ভেটরি নামক সংস্থাটি। ফুটবলের যাবতীয় পরিসংখ্যান নিয়ে কাজ করে থাকে তারা। গত ১৫ বছরে যেকোনও ম্যাচের দিন স্টেডিয়ামে গড়ে দর্শকের সংখ্যা সবচেয়ে বেশি কমেছে লা লিগায় (২৯.৫১০ থেকে ২৭,৩৮১)। গড়ে প্রতি ম্যাচ ডে-তে ৭ শতাংশ দর্শক হারিয়েছে স্প্যানিশ লিগ।
লা লিগা পিছিয়ে পড়লেও দর্শক সমাগমের হার সবচেয়ে বেশি বেড়েছে পোলিশ লিগে (প্রায় ৪৭ শতাংশ)। ডেভিড বেকহাম, ইব্রাহিমোভিচ, ডেভিড ভিয়া, আন্দ্রেয়া পিরলোদের এমএলএস-এ যোগ দেওয়ায় 'সকার' ছেড়ে ফুটবলমুখী হয়েছেন যুক্তরাষ্ট্রের দর্শকেরা। মাঠে সমর্থকদের উপস্থিতি বৃদ্ধির হারের দিক দিয়ে দুই নম্বরে আছে মেজর লিগ সকার (৩৪ শতাংশ)।
লিগের ভিত্তিতে দর্শক উপস্থিতি সংখ্যা (২০১৩-২০১৮)
১. বুন্দেসলিগা (জার্মানি) -৪৩,৩০২
২. প্রিমিয়ার লিগ (ইংল্যান্ড) - ৩৬,৬৭৫
৩. লা লিগা (স্পেন) -২৭,৩৮১
৪. লিগা এমএক্স (মেক্সিকো) - ২৫,৫৮২
৫. সিরি আ (ইতালি) -২২,৯৬৭
৬. সুপারলিগা (চীন) - ২২,৫৯৪
৭. লিগ ওয়ান (ফ্রান্স) - ২১,৫৫৬
৮. এমএলএস (যুক্তরাষ্ট্র) - ২১,৩৫৮
৯. এরেডিভিজি (নেদারল্যান্ডস) - ১৯,১৫৪
১০. বুন্দেসলিগা ২য় বিভাগ (জার্মানি) - ১৮,৮১৪
ক্লাবের ভিত্তিতে দর্শক উপস্থিতি সংখ্যা (২০১৩-২০১৮)
১. বরুশিয়া ডর্টমুন্ড (৮০,২৩০)
২. ম্যানচেস্টার ইউনাইটেড (৭৫,২১৮)
৩. বার্সেলোনা (৭৪,৮৭৬)
৪. বায়ার্ন মিউনিখ (৭৩,৭৮১)
৫. রিয়াল মাদ্রিদ (৬৯,৮২২)
৬. শালকে ০৪ (৬১,৩২৮)
৭. আর্সেনাল (৫৯,৭৯৩)
৮. হামবুর্গ এসভি (৫২,৩৪৯)
৯. ভিএফবি স্টুটগার্ট (৫২,০১২)
১০. আটালান্টা ইউনাইটেড (৫১,৫৪৭)