• কোপা আমেরিকা
  • " />

     

    নকআউট পর্বে পৌঁছে শিরোপাতেই নজর মেসির

    নকআউট পর্বে পৌঁছে শিরোপাতেই নজর মেসির    

    কাতারের বিপক্ষে ম্যাচটা ড্র হলে গ্রুপ পর্ব থেকেই মাথা নিচু করে বিদায় বলতে হতো লিওনেল মেসির আর্জেন্টিনাকে। বাঁচা-মরার ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা, অন্যদিকে কলম্বিয়ার কাছে হেরেছে প্যারাগুয়েও। সব জল্পনা কল্পনা দূর করে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন মেসিরা। কাতারের বিপক্ষে ম্যাচের পর মেসি বলছেন, নকআউট পর্বে পৌঁছে যাওয়ায় এখন শিরোপা জেতাই লক্ষ্য তাদের।

    প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সাথে ড্র। ৩৬ বছর পর কোপার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কাটা তাই জেগেছিল জোরেশোরেই। শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। লাউতারো মার্টিনেজও সার্জিও আগুয়েরোর গোলে ২-০ ব্যবধানে জিতেই নকআউট পর্বে পৌঁছে গেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে অবশ্য কলম্বিয়া-প্যারাগুয়ের ম্যাচেও নজর ছিল মেসিদের। কলম্বিয়া প্যারাগুয়েকে হারালে গ্রুপ রানার্সআপ হয়েই পরের রাউন্ডে যায় আর্জেন্টিনা।

    ম্যাচের পর টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলছেন, নতুন করে কোপা জয়ের যাত্রাটা শুরু হয়ে গেছে, ‘আমরা এখন আরেকটি ট্রফি জয়ের জন্য মাঠে নামব। আমাদের সমর্থকরা প্রাণপণ সমর্থন জুগিয়ে যাচ্ছে। যদি ব্রাজিলের সাথেও এখন খেলা হয়, তাও মাঠে আমাদের প্রচুর সমর্থক থাকবে। এখানে আর্জেন্টিনা থেকে বহু মানুষ এসেছেন, আমরা তাদের হতাশ করতে চাই না।’

    মেসি জানালেন, নিজেদের সবটুকু উজাড় করেই এবার কোপা জিততে চায় আর্জেন্টিনা, ‘আমাদের দলে অনেক তরুণ ফুটবলার আছে যারা বড় টুর্নামেন্ট কিংবা বড় ম্যাচের চাপ সামলে অভ্যস্ত নয়, তাই আমরা খুব একটা ভালো খেলে জিততে পারিনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ম্যাচ জিতে পরের রাউন্ডে যাওয়া। এখন যেহেতু নকআউট পর্বে উঠে গেছি, হয় সবকিছু জিতব নাহয় খালি হাতেই ফিরব।’

    রাশিয়া বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল আর্জেন্টিনা। সেবারও নকআউট পর্বে উঠে একই কথাই বলেছিলেন মেসি। ফ্রান্সের কাছে হেরে অবশ্য দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছিলেন তারা। এবারও কি তেমন কিছু হবে? নাকি মেসি ম্যাজিকে কোপাতে স্মরণীয় কিছু করে দেখাতে পারবে আর্জেন্টিনা?