• কোপা আমেরিকা
  • " />

     

    আর্জেন্টিনা ম্যাচের আগে নিদ্রাহীন রাত কাটাচ্ছেন তিতে

    আর্জেন্টিনা ম্যাচের আগে নিদ্রাহীন রাত কাটাচ্ছেন তিতে    

    আগামীকাল ভোরেই কোপার সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। দুই দেশের সমর্থকদের হয়ত অনেকেই এই উত্তেজনায় রাতে ঘুমাতেই পারবেন না। শুধু সমর্থকরা না, এই সুপার ক্লাসিকোর উত্তেজনা ছুঁয়ে গেছে খোদ ব্রাজিল কোচ তিতেকেও। কোপার সেমির আগে সাংবাদিকদের তিতে জানিয়েছেন, আর্জেন্টিনার ম্যাচকে সামনে রেখে বেশ কয়েকদিন নিদ্রাহীন রাত কাটাচ্ছেন তিনি! 

    বেলো হরিজন্তেতে ব্রাজিলের সাম্প্রতিক রেকর্ডটা মোটেও সুখকর নয়। ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপে এখানেই জার্মানির কাছে ৭-১ এর সেই দুঃস্বপ্নের হার এসেছিল। এবারের কোপাতে পারফরম্যান্স, পরিসংখ্যানের দিক দিয়ে আর্জেন্টিনার চেয়ে কিছুটা হলেও এগিয়ে আছে ব্রাজিল। এখন পর্যন্ত নির্ধারিত সময়ে কোন গোলও হজম করেনি তিতের দল।

    চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচটা নিয়ে অবশ্য দুশ্চিন্তা পিছু ছাড়ছে না তিতের, ‘আমি তো সুপারম্যান না, ঠিকমত ঘুমাতে পারছি না। গতকালও আমি রাত ৩.১৫ এ উঠে বসে ছিলাম। ভাবছিলাম সামনের ম্যাচে কী করা যেতে পারে! কোচ হিসেবে আমি সবসময়ই নিজের ভাবনাগুলো লিখে রাখি। শুধু আমি না, আর্জেন্টিনার কোচও হয়ত এমনটা করছেন!’

    ব্রাজিলের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল হেসুস বলেছিলেন, তাদের রক্ষণভাগ ভেদ করতে ঘাম ছুটে যাবে লিওনেল মেসিদের। তিতে বলছেন, মেসিদের এত সহজে আটকানো যাবে না, ‘আর্জেন্টিনা দলে যে প্রতিভা আছে, সেটার সর্বোচ্চ ব্যবহারই তাঁরা করবে। মেসিকে আপনি বাতিলের খাতায় কখনোই ফেলতে পারবেন না, তাকে আটকাতেও পারবেন না পুরোপুরি। ফিরমিনো, কুতিনিয়ো, উইলিয়ানদেরও আটকানো কঠিন হবে প্রতিপক্ষের জন্য। ম্যাচের কোন এক পর্যায়ে তাঁরা কিছু একটা করবেই।’