• কোপা আমেরিকা
  • " />

     

    'যোগ্য দল হিসেবে আর্জেন্টিনারই ফাইনালে যাওয়া উচিত ছিল'

    'যোগ্য দল হিসেবে আর্জেন্টিনারই ফাইনালে যাওয়া উচিত ছিল'    

    প্রথম চার ম্যাচে নির্ধারিত সময়ে কোন গোল হজম করেনি ব্রাজিল। সেমিতে তাদের রক্ষণভাগ ভেদ করবেন লিওনেল মেসিরা, আর্জেন্টিনা সমর্থকরা এই আশাতেই বুক বেধেছিলেন। সেই আশা আর পূরণ হয়নি, ২-০ গোলে হেরে আবারও বড় টুর্নামেন্টের শিরোপা না জিতেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের কাছে হারের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি অবশ্য সাংবাদিকদের বলেছেন, যোগ্য দল হিসেবে আর্জেন্টিনারই ফাইনালে যাওয়া উচিত ছিল। 

    ম্যাচের ৫১ শতাংশ বলের দখল ছিল আর্জেন্টিনার পায়ে। মেসিদের ৪১৯টি পাসের ৮৪ শতাংশই ছিল সফল। দুইবার বল পোস্টে লেগে ফিরে আসায় গোল পাওয়া হয়নি তাদের। স্কালোনির মতে, ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনাই ভালো খেলেছে, ‘যোগ্যতার দিক দিয়ে আমাদেরই ফাইনালে যাওয়া উচিত ছিল। আমরা ব্রাজিলের চেয়ে ভালো খেলেছি। ম্যাচের অনেক কিছু নিয়েই অনেক অভিযোগের জায়গা আছে। দ্বিতীয় গোলের কথাই ধরুন। ওই সময় আমাদের একজন ফুটবলার মাটিতে পড়া ছিল। তখনই গোল হয়েছে।’

    বর্তমানে সাফল্য না পেলেও এই আর্জেন্টিনা দলটার ভবিষ্যৎ উজ্জ্বল, মানছেন স্কালোনি, ‘এই দলের সবাই জাতীয় দলের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে থাকে। আর্জেন্টিনার ফুটবলের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।’ 

    কোপার ব্যর্থতার পর কি কোচের দায়িত্ব ছেড়ে দেবেন স্কালোনি? এখনই অবশ্য এই নিয়ে কথা বলতে চান না তিনি, ‘আমার মনে হয় এখন এসব নিয়ে কথা বলার সঠিক সময় না। এটা নিয়ে আমি ভাবিও না। আমি এই কঠিন সময়ে ফুটবলারদের পাশে থাকতে চাই।’