ম্যানেজার হয়েই চেলসিতে ফিরলেন ল্যাম্পার্ড
ডার্বি কাউন্টি আভাসটা দিয়েছিল নয় দিন আগেই। জানিয়েছিল, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে চেলসির সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছে তারা। ম্যানেজার হিসেবে চেলসিতে ফেরাটা সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। শেষ পর্যন্ত সত্যি হয়েছে গুঞ্জনটা, চেলসি ঘোষণা দিয়েছে মরজিও সারির জায়গায় নতুন ম্যানেজার হিসেব স্টামফোর্ড ব্রিজে ফিরছেন ল্যাম্পার্ড। আপাতত দুই পক্ষের চুক্তিটা তিন বছরের।
এই চেলসিতে কাটিয়েছেন নিজের খেলোয়াড়ি ক্যারিয়ারের সোনালী সময়। ১৩ বছরের অধ্যায়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন সম্ভাব্য সবকিছুই। বুট তুলে রাখার পর মনযোগ দিয়েছেন কোচিংয়ে। এই মৌসুমে ডার্বিকে প্রিমিয়ার লিগে নিয়ে আসার একদম কাছাকাছি চলে গিয়েছিলেন, কিন্তু প্লে অফে হেরে সেটা আর হয়নি। এর মধ্যে সারি ঘোষণা দেন চেলসি ছেড়ে দেওয়ার, তার নতুন ঠিকানা হয় জুভেন্টাস। ল্যাম্পার্ডের চেলসি ডাগআউটে ফেরার গুঞ্জনটা তখনই ডালপালা মেলতে থাকে।
বয়দিন আগে ডার্বির বিবৃতির পর সেই গুঞ্জনের পালে আরও জোর হাওয়া লাগে। শেষ পর্যন্ত সেটিই সত্যি হয়েছে। ল্যাম্পার্ড বলেছেন, চেলসিতে হেড কোচ হিসেবে ফিরতে পেরে তিনি গর্বিত। কাজটা সহজ হবে না তার জন্য অবশ্য, এই মুহূর্তে দলবদলে দুই বছরের নিষেধাজ্ঞার খড়্গ ঝুলছে চেলসির ওপর। যদিও সেটার বিরুদ্ধে আপিল করেছে লন্ডনের ক্লাবটি।