কুতিনিয়োকে কেনার সামর্থ্য নেই লিভারপুলের: ক্লপ
দুই মৌসুম আগে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় এসেছিলেন ফিলিপ কুতিনিয়ো। কাতালান ক্লাবটিতে গত ১৯ মাসেও সেভাবে থিতু হতে পারেননি। আগামী মৌসুমের আগেই তাঁকে বিক্রি করে দেবে বার্সা, গুঞ্জন উঠেছে এমনটাই। কুতিনিয়ো কি নিজের পুরনো ক্লাব লিভারপুলেই ফিরে যাবেন? এমন প্রশ্নের জবাবে লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে কুতিনিয়োকে কেনার মতো সামর্থ্য নেই লিভারপুলের।
রেকর্ড ১৪২ মিলিয়ন পাউন্ডে ২০১৮ সালের জানুয়ারিতে বার্সায় যোগ দিয়েছিলেন কুতিনিয়ো। এরনেস্তো ভালভার্দের একাদশে কখনোই নিয়মিত হতে পারেননি এই ব্রাজিলিয়ান। সাথে যোগ হয়েছে নিজ ক্লাবের সমর্থকদের দুয়োও। প্রতিপক্ষের মাঠে তো বটেই, ন্যু ক্যাম্পেও দুয়ো শুনেছেন কুতিনিয়ো। তাঁকে যেন দুয়ো না দেওয়া হয়, এই ব্যাপারে সমর্থকদের আহবান জানিয়েছিলেন খোদ লিওনেল মেসিও।
বার্সায় কুতিনিয়োর সময় শেষ, এটা শোনা যাচ্ছে গত মৌসুমের শেষ থেকে। নেইমারকে ফেরানোর জন্য পিএসজির কাছে কুতিনিয়োকে বিক্রি করার গুঞ্জন তো আছেই। সেটা না হলেও কুতিনিয়ো আর কাতালান ক্লাবটির হয়ে খেলবেন না বলেই শোনা যাচ্ছে। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ খেলতে যাওয়া লিভারপুলের কোচ ক্লপ বলছেন, কুতিনিয়ো আর যেখানেই যাক, লিভারপুলে ফিরছেন না, ‘এখনো সে নিজের শতভাগ খেলে তাঁর দলকে সাহায্য করে। প্রশ্নটা তাঁর সক্ষমতা নিয়ে না। তাঁকে কিনতে হলে প্রচুর টাকা খরচ করতে হবে। এই বছর আমাদের পক্ষে সেটা একদমই সম্ভব না।’
বার্সেলোনাতে সময়টা ভালো যাচ্ছে না কুতিনিয়োর। বর্তমান ক্লাবে সৌভাগ্য ফিরে আসুক তাঁর, চাইছেন ক্লপ, ‘আমি সত্যি চাই সে বার্সায় সৌভাগ্য ফিরে পাক। তাঁর সাথে এখনো আমার যোগাযোগ আছে। সে কিন্তু এমনিতে ভালো করছে। তবে সংবাদপত্রসহ অন্যান্য খবরেই ওসব বেশি বলা হচ্ছে। আমাকে নিয়ে যেভাবে লেখা হয় খবরে, তাঁর ক্ষেত্রেও সেটা হচ্ছে। সে বার্সায় সুখেই আছে। ক্লাবটির সাথে সে নতুন চুক্তিও করতে চায়।’