ফিফা টুয়েন্টির প্রচ্ছদে হ্যাজার্ড, ভ্যান ডাইক
ইএ স্পোর্টস ফিফা টুয়েন্টির প্রচ্ছদে থাকছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড ও লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। সেপ্টেম্বরের ২৭ তারিখ আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়া হবে ফিফা টুয়েন্টি।
গত সাত বছরে এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো ক্রিশ্চিয়ানো রোনালদো বা লিওনেল মেসিকে ছাড়া প্রচ্ছদ প্রকাশ করছে ইএ স্পোর্টস। ২০১৭ সালে মার্কো রয়েস ছিলেন কভারে।
গ্লোবাল এডিশনে থাকছেন সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া হ্যাজার্ড। বিবৃতিতে তিনি জানিয়েছেন, "ফিফা বিশ্বের সবচেয়ে বড় গেম। আমি দশ বছর ধরে আমার ভাইয়ের বিপক্ষে নিয়মিত ফিফা খেলে আসছি। গেমের গ্লোবাল এডিশনের প্রচ্ছদে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আশা করি রিয়াল মাদ্রিদের হয়ে মাঠের মতো গেমেও সমর্থকদের বিনোদন দিতে পারব।"
ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক এবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। ২০০৬ সালের ফাবিও ক্যানাভারোর পর প্রথমবারের মতো একজন ডিফেন্ডার হিসেবে ফিফার বর্ষসেরা খেলোয়াড় হতে পারেন তিনি। ভ্যান ডাইক থাকবেন ফিফার টোয়েন্টির চ্যাম্পিয়নস ভার্সনে। মূল গেমের তিন দিন আগে প্রি সেলে পাওয়া যাবে এই ভার্সনটি। ভ্যান ডাইক বলছেন, বহুদিন ধরে এই গেম খেলে আসার পর লিভারপুলের জার্সিতে নিজেকে কভারে দেখতে পেয়ে গর্বিত তিনি।