'অভিজ্ঞ স্কোয়াড ছাড়া লিগ জিততে পারবে না ইউনাইটেড'
বর্তমান ম্যানচেস্টার ইউনাইটেড স্কোয়াডে প্রিমিয়ার লিগ জেতার অভিজ্ঞতা আছে শুধু তাঁরই। ডিফেন্ডার নেমাঞ্জা মাতিচ আগামী মৌসুমেও তরুণ ইউনাইটেডের শিরোপা জয়ের কোন সম্ভাবনা দেখছেন না। এসি মিলানের বিপক্ষে প্রাক মৌসুমের প্রস্তুতি ম্যাচের আগে সাংবাদিকদের মাতিচ বলছেন, শুধু প্রতিভা থাকলেই হবে না, প্রিমিয়ার লিগ জেতার জন্য অভিজ্ঞতার কোনো বিকল্প নেই।
শেষবার ২০১২-১৩ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল ইউনাইটেড। মাতিচ অবশ্য ২০১৫ ও ২০১৭ সালে চেলসির হয়ে প্রিমিয়ার লিগ জিতেছিলেন। ২০১৭ সালেই চেলসি ছেড়ে ইউনাইটেডে পাড়ি জমান এই সার্বিয়ান। ইউনাইটেডের হয়ে দুই মৌসুমে লিগ শিরোপা জিততে পারেননি মাতিচ।
মাতিচ বলছেন, অভিজ্ঞ স্কোয়াড ছাড়া শিরোপা জিততে পারবে না ইউনাইটেড, ‘অভিজ্ঞতা ও প্রতিভা আপনাকে শিরোপা এনে দেবে। আমাদের বর্তমান স্কোয়াডে প্রতিভা আছে, কিন্তু অভিজ্ঞতা নেই। আমাদের পাঁচ-ছয়জন দুর্দান্ত ফুটবলার আছে। তবে মার্কাস র্যাশফোর্ড ও অ্যান্থনি মার্শিয়ালদের বয়স এখনো অনেক কম। মাঠে তাঁরা প্রতিভার ঝলক দেখালেও দলকে নেতৃত্ব দেওয়ার বয়স হয়নি। ম্যাসন গ্রিনউডও দারুণ প্রতিভাবান, সে ভবিষ্যতে দলের কাজে লাগবে। কিন্তু ১৭ বছর বয়সী ফুটবলার তো ২৬-২৭ বয়সীদের মতো খেলতে পারবে না।’
ইউনাইটেড সমর্থকদের ধৈর্য ধরার আহবানও জানাচ্ছেন মাতিচ, ‘আমি বিশ্বাস করি ভবিষ্যতে এই তরুণরাই ইউনাইটেডকে তাদের পুরনো জায়গায় ফিরিয়ে নেবে। সমর্থকদের তাই ভরসা ও ধৈর্য রাখতে হবে।’
শোনা যাচ্ছে, আগামী মৌসুমে ইউনাইটেডের অধিনায়ক করা হতে পারে ৩০ বছর বয়সী মাতিচকেই। মাতিচ অবশ্য নেতৃত্ব দেওয়া নিয়ে খুব একটা ভাবছেন না, ‘আমি এই স্কোয়াডের অন্যতম অভিজ্ঞ ফুটবলার। আমি নিজের সবটুকু দিয়েই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবো। সিদ্ধান্তটা ম্যানেজারই নেবেন। অধিনায়কত্বটা গুরুত্বপূর্ণ, কিন্তু মাঠে ভালো ফুটবল খেলা ও সতীর্থদের জন্য লড়াই করাটাই আসল।’