সরকারকে আইসিসির প্রস্তাব মেনে নিতে বললেন মাসাকাদজা
আইসিসির একটি সিদ্ধান্তে থমকে গেছে জিম্বাবুয়ের ক্রিকেট। সদস্যপদ স্থগিত হওয়ায় আইসিসির টুর্নামেন্টেও অংশ নেওয়া হবে না জিম্বাবুয়ের নারী ও পুরুষ ক্রিকেট দলের। কবে তাঁরা ফিরে পাবেন সদস্যপদ, সেটা জানেন না কেউই। আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, যতদিন পর্যন্ত না নির্বাচিত বোর্ডের সব সদস্যদের ফিরিয়ে আনা না হয়, ততদিন সদস্যপদ ফিরে পাবে না জিম্বাবুয়ে। এমন অবস্থায় জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা দেশটির ক্রীড়ামন্ত্রী ক্রিস্ট্রি কভেন্ট্রির কাছে লেখা এক চিঠিতে বলেছেন, যেহেতু আইসিসি তাদের সিদ্ধান্তে অনড়, জিম্বাবুয়ে সরকারকেই তাই এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।
জিম্বাবুয়ের স্পোর্টস ও রিক্রিয়েশন কমিটি গত মাসে ভেঙে দেয় নির্বাচিত বোর্ড কমিটিকে, দায়িত্ব পায় অন্তর্বর্তীকালীন কমিটি। বোর্ডের ওপর রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করে আইসিসি। এতে জিম্বাবুয়ের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সংশয় জেগেছে। এরই মাঝে বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়াতে হয়েছে তাদের। নারী ক্রিকেটারদেরও খেলতে দেওয়া হচ্ছে না গ্লোবাল ডেভেলপমেন্ট লিগে।
মন্ত্রীকে লেখা বিশেষ চিঠিতে আইসিসির দাবি মেনে নিয়ে আগের কমিটিকে পুনর্বহাল করার আহবান জানিয়েছেন মাসাকাদজা, ‘আইসিসি ঠিক না ভুল, এটা নিয়ে তাদের সাথে তর্ক করার কোনো মানে হয় না। ক্রিকেটের গভর্নিং বডি হিসেবে তাঁরা নিজেদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আমরা চাই, আপনি আগের বোর্ড কমিটিকে ফিরিয়ে আনুন। দুর্নীতি ও অন্যান্য বিষয়ে যেকোনো সময়েই ব্যবস্থা নেওয়া যাবে। আমাদের খেলাটাই বেশি জরুরি। এখন যত দ্রুত সম্ভব আগের কমিটিকে ফিরিয়ে আনাই প্রধান কাজ।’
আইসিসির দাবি মেনে নিয়ে দলের ক্রিকেটারদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবেন ক্রীড়ামন্ত্রী, এমনটাই বিশ্বাস মাসাকাদজার, ‘এই মুহূর্তে সবার ক্ষমতা দেখানোটাই মুখ্য হয়ে উঠেছে। এটা আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলে দিয়েছে। বোর্ডের কমিটি স্থগিত হওয়ার পর গত সপ্তাহেই প্রথমবারের মতো আমরা বৈঠকে বসেছিলাম। অনেক নানা ধরনের মন্তব্য করছে, সেটাকে দলের পক্ষ থেকে বলা মন্তব্যও বলা হচ্ছে। এটা ড্রেসিংরুমে বিভক্তি সৃষ্টি করছে। এর প্রভাব নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড সিরিজেও দেখা গেছে।’
মাসাকাদজার মতো জিম্বাবুয়ের নারী ক্রিকেট দলের অধিনায়ক ম্যারি অ্যানে মুসন্ডাও আহবান জানিয়েছেন, জিম্বাবুয়ে সরকার যেন আইসিসির দাবি মেনে নিয়ে দ্রুত সমস্যার সমাধান করে।