চলে গেলেন জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক
স্বাধীনতার পর পেরিয়ে গিয়েছিল ছয় বছর। বাংলাদেশের ক্রিকেট দল একটু একটু একটু করে নিজেদের গোছাতে শুরু করেছে। কিন্তু কোনো বিদেশী দলের সঙ্গে খেলা হয়নি তখনও। ৬ জানুয়ারি, ১৯৭৭। প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে আসে লন্ডনের বিখ্যাত মেরিলিবোন ক্রিকেট ক্লাব এমসিসি। বাংলাদেশ নামের দেশটি পা রাখে ক্রিকেট মানচিত্রে। সেই বাংলাদেশ দলের হয়ে টস করতে নেমেছিলেন শামীম কবির। আজ সকালে বাংলাদেশের প্রথম অধিনায়ক চলে গেছেন না ফেলার দেশে।
দীর্ঘদিন সঙ্গে রোগেশোকে ভুগছিলেন। চলাফেরাও কিছুটা কমে গিয়েছিল তার। কদিন আগেই বিসিবির পক্ষ থেকে তার হাসপাতালের সকল ব্যয়ভার বহন করার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু সেই সুযোগ দিলেন না তিনি। আজ ধানমন্ডির ইডেন ক্লিনিকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিদেশ থেকে তার ছেলে দেশে এলে দাফনের চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
শামীম কবিরের আসল নাম অবশ্য আনোয়ারুল কবির। ১৯৪৫ সালে নরসিংদীর এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। পূর্ব পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার ১৯৬১ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে পিআইএর বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ফিফটি (৬৪) করেন ১৯৬৪ সালে। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে শামীম কবিরের সর্বোচ্চ ইনিংস হচ্ছে ৮৯ রান, করেছিলেন পূর্ব পাকিস্তান সবুজ দলের হয়ে পূর্ব পাকিস্তান রেলওয়ের বিপক্ষে।
আজাদ বয়েজেই কাটিয়ে দিয়েছিলেন খেলোয়াড়ি জীবনের সোনালী সময়। খেলা ছাড়ার পরও যুক্ত ছিলেন ক্রিকেটের সাথে, ১৯৮২ ও ১৯৮৬ সালে দুই দফায় জাতীয় দলের ম্যানেজার ছিলেন। ১৯৯৯ সালে পান জাতীয় পুরস্কার।