কেড়ে নেওয়া হচ্ছে সরফরাজের টেস্ট অধিনায়কত্ব?
বিশ্বকাপের পর থেকে শোনা যাচ্ছিল গুঞ্জনটা। তিন ফরম্যাটে ভিন্ন অধিনায়ক রাখতে চাচ্ছে পাকিস্তান। সেই কারণে সরফরাজ আহমেদের নেতৃত্ব কেড়ে নেওয়া হতে পারে যেকোনো ফরম্যাট থেকে। পাকিস্তানের জিও নিউজ বলছেন, টেস্টে খুব সম্ভবত আর অধিনায়ক থাকছেন না সরফরাজ। তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন ব্যাটসম্যান শান মাসুদ।
ইংল্যান্ড বিশ্বকাপের পর দেশে ফিরে সরফরাজ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, নিজে থেকে কোনো ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব ছাড়বেন না তিনি। তবে বোর্ড দলের ভালোর জন্য যে সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেওয়ার কথাও বলেন সরফরাজ।
জিও নিউজ বলছে, এরই মাঝে টেস্টের নেতৃত্ব থেকে সরফরাজকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি। আগামী ২ আগস্ট লাহোরে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে এই ইস্যুতে চূড়ান্ত আলোচনার পর ঘোষণা দেওয়া হবে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন সরফরাজ, কোচ মিকি আর্থারও। সরফরাজের অধীনে ১৩টি টেস্ট খেলেছে পাকিস্তান। এর মাঝে চারটিতে জিতেছে তাঁরা, হেরেছে আটটিতে। অন্য দুই ফরম্যাটে সরফরাজের ভাগ্য কী হবে, সেটাও জানা যাবে দ্রুতই।
সরফরাজের পর নেতৃত্ব উঠতে পারে ২৯ বছর বয়সী ব্যাটসম্যান শান মাসুদের কাঁধে। ২০১৩ সালে অভিষেকের পর থেকে দলে নিয়মিত হতে লড়াই করতে হয়েছে মাসুদকে। এখন পর্যন্ত খেলেছেন মাত্র ১৫টি টেস্ট, ২৬.৪৩ গড়ে রান করেছেন ৭৯৭। পাকিস্তানের ঘরোয়া দল ন্যাশনাল ব্যাঙ্কের অধিনায়কের দায়িত্বে আছেন তিনি। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াডে ফেরেন মাসুদ। তিন ম্যাচে করেছিলেন ২২৮ রান।
এই বছরের শেষভাগে অস্ট্রেলিয়া ও শ্রীলংকার বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। দুটি সিরিজই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।