• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, কর্নাটকে সবখানেই সাইফ

    ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, কর্নাটকে সবখানেই সাইফ    

    ডক্টর কে থিম্মাপ্পিয়াহ মেমোরিয়াল টুর্নামেন্ট
    বিসিবি একাদশ ১ম ইনিংস ৩৩৪ অল-আউট, ১১১.৫ ওভার 
    ছত্তিশগড় স্টেট ক্রিকেট সংঘ ২য় ইনিংস ২১০-৪, ৫৯.১ ওভার
    বিসিবি একাদশ ১২৪ রানে এগিয়ে 


    কর্নাটকের আলুরে ডক্টর কে থিম্মাপ্পিয়াহ মেমোরিয়াল টুর্নামেন্টের সেমিফাইনালে দ্বিতীয় দিনশেষে বিসিবি একাদশের হাইলাইটস সাইফ হাসান। প্রথমে ব্যাটিংয়ে করেছেন ৯২ রান, এরপর পরপর দুই বলে নিয়েছেন ২ উইকেট। এরপর করেছেন একটি রান-আউটও। দিনশেষে প্রথম ইনিংসে ১২৪ রানে এগিয়ে আছে বিসিবি একাদশ। তাদের প্রথম ইনিংসে ৩৩৪ রানের জবাবে ৪ উইকেটে ২১০ রান তুলে দিন শেষ করেছে ছত্তিশগড় স্টেট ক্রিকেট সংঘ। দিনের শেষ বলে সেঞ্চুরিয়ান ঋশাভ তিওয়ারি হয়েছেন রান-আউট, যেটি করেছেন সাইফ। 

    প্রথম দিন টসে জিতে ব্যাটিং নিয়েছিল বিসিবি একাদশ। ওপেনিং জুটিতেই ১৫৪ রান যোগ করেছিলেন জহুরুল ইসলাম ও সাইফ হাসান। জহুরুল ফিরেছেন ৬০ রানে, ৯২ রানে রিটায়ার্ড-হাট হয়েছিলেন সাইফ। দ্বিতীয় উইকেটে মুমিনুল হক ও ইয়াসির আলি তুলেছিলেন ৮৬ রান, ১ রানের জন্য ফিফটি মিস করেছেন অধিনায়ক মুমিনুল। এরপর নাইটওয়াচম্যান সানজামুল ইসলামও ফিরেছিলেন কোনও রান না করেই। 

    এদিন নাজমুল হোসেন শান্তর সঙ্গে আরও ৩৮ রান যোগ করে ফেরেন ইয়াসির। আগের দিনের সঙ্গে আর কোনও রান যোগ না করেই ফিরেছেন সাইফও। ১৭৬ বলে ৬ চার ও ৫ ছয়ে তিনি করেছেন ৯২ রান। ৪৬ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে বিসিবি একাদশ থেমেছে ৩৩৪ রানেই। 

    ভিরপ্রতাপ সিং ৯২ রানে নিয়েছেন ৪ উইকেট, বিনি স্যামুয়েল ৩ উইকেট নিয়েছেন ৫১ রানে। শশাংক নিয়েছেন ২ উইকেট, ৪৪ রান খরচ করে। 

    ব্যাটিংয়ে বিসিবি একাদশের মতো শুরুটা দারুণ হয়েছে ছত্তিশগড়েরও। ওপেনিং জুটিতে জিভানজোত সিংয়ের সঙ্গে তিওয়ারি তুলেছিলেন ৯৪ রান, জিভানজোতকে এলবিডব্লিউ করে সে জুটি ভেঙেছেন সানজামুল ইসলাম। এরপর বোলিংয়ে চমক দেখিয়েছেন সাইফ, পরপর দুই বলে তিনি ফিরিয়েছেন অভনিশ সিং ও আমানদিপ খারেকে। 

    শশাঙ্ককে নিয়ে সে চাপ সামাল দিয়েছেন তিওয়ারি, দুজনের জুটিতে উঠেছে ১০৫ রান। ১৯২ বলে ১০ চারে ঠিক ১০০ রান করেছেন তিওয়ারি। শশাঙ্ক দিনশেষে অপরাজিত ৯১ বলে ৫৪ রান করে।